পেঁয়াজের ঝাঁঝে চোখে জল ক্রেতাদের। শারদোৎসবের পর থেকেই হঠাৎ লাফিয়ে লাফিয়ে বাড়লো পেঁয়াজের দাম। এই অবস্থায় বুধবার ময়দানে ফের প্রশাসন। আমিষভোজীদের ক্ষেত্রে খাবারের একটি প্রধান উপকরণ হল পেঁয়াজ। আর সেই পেঁয়াজ-ই যখন মহার্ঘ্য হয়ে ওঠে তখন ক্রেতারা যে হিমশিম খাবে তা বলাই বাহুল্য। রাজ্যে দুর্গাপুজোর পর থেকেই ধাপে ধাপে লাফিয়ে বাড়ছিল পেঁয়াজের দাম। বর্তমানে এই দাম বেড়ে দাঁড়িয়েছে ৭০ এর কোঠায়। এ ব্যাপারে বেশ কিছুদিন নীরব দর্শকের ভূমিকা পালন করার পর এবার নড়েচড়ে বসলো প্রশাসন। বুধবার সদর প্রশাসন ও খাদ্য দপ্তর উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে অভিযান চালানো হয়। অভিযান কালে বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পেঁয়াজ বোঝাই চারটি রিকশা আটক করা হয়। প্রশাসনের তরফ থেকে জানানো হয় হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার বিষয়টি সারেজমিনে দেখার জন্যই এই অভিযান। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। এরপর প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে।