Saturday, December 21, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার সঙ্গে রাজ্যের এই তিনটি দিক যোগ করার দাবি রেখে...

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার সঙ্গে রাজ্যের এই তিনটি দিক যোগ করার দাবি রেখে সাংবাদিক সম্মেলন করলেন Tripura Rehabilitation Plantation Corporation Limited এর চেয়ারপারসন পাতাল কন্যা জমাতিয়া।

প্রধানমন্ত্রীর বিশ্বকর্মা যোজনার সঙ্গে ত্রিপুরার আরো তিনটি প্রকল্প যোগ করার দাবি রেখে সাংবাদিক সম্মেলন করলেন Tripura Rehabilitation Plantation Corporation Limited এর চেয়ারপারসন পাতাল কন্যা জমাতিয়া। মঙ্গলবার আগরতলা নেহেরু কমপ্লেক্স স্থিত TRPCL এর অফিসগৃহে সাংবাদিক সম্মেলন করে তিনি জানান TRPCL এর অন্তর্ভুক্ত হল রাজ্যের রাবার চাষিরা। এছাড়াও রাজ্যের আগর এবং বাঁশ বেতের সাথে যুক্ত শিল্পীদের এবং রাবার শিল্পীদের এই প্রকল্পের সাথে যুক্ত করে তাদের প্রশিক্ষন ও সুযোগ সুবিধা প্রদান করার জন্য TRPCL এর তরফে ভারত সরকারের মিনিস্ট্রি অফ মাইক্র স্মল এন্ড মিডিয়াম এন্টারশিপ এর মন্ত্রীর নিকট ও অন্য আরেকটি চিঠি ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিকট প্রেরণ করা হয়। যাতে ত্রিপুরার থেকে এই তিনটি দিক প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়। এতে এই শ্রেণীর শিল্পীদের সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের জীবন ধারার মান আরও উন্নত করা যায়।এদিন তিনি জানান সর্দার বল্লভ ভাই পেটেলের জন্মজয়ন্তী উপলক্ষে জাতীয় একতা দিবস এদিন এই কার্জালয়ে পালন করা হয়। এই সাংবাদিক সম্মেলনে এদিন কর্পোরেশনের আধিকারিক জি এস রাঠে, ডেপুটি ম্যানেজার সন্তোষ দেববর্মা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য