আসছে বছর আবার হবে এই প্রত্যাশা নিয়েই এবারের মত শেষ হলো বাঙালির প্রাণের উৎসব শারদীয়া দুর্গাপূজা। ছোটখাটো কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এবছর গোটা রাজ্যেই অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হয় শারদোৎসব। উৎসব শেষ হতেই এবার শুরু হতে চলেছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার উদ্যোগে আয়োজিত শারদ সম্মান প্রদান কর্মসূচি। শারদ উৎসবের দিনগুলিতে আগরতলা শহর দক্ষিণাঞ্চলের বিভিন্ন ক্লাবের পূজা, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এবছর ১৭টি ক্লাবকে শারদ সম্মানে ভূষিত করবে স্বামী বিবেকানন্দ ক্লাব। আগামী ২৯ শে অক্টোবর বিকেলে ক্লাব প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়েই প্রদান করা হবে এই শারদ সম্মান। শুক্রবার ক্লাব গৃহে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বামী বিবেকানন্দ ক্লাবের সম্পাদক কমল দেব। ক্লাব সভাপতি সরযূ চক্রবর্তী ও অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে এদিন সাংবাদিক সম্মেলনে ক্লাব সম্পাদক শ্রীদেব আরো জানান, ২৯ অক্টোবর আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক, শম্পা সরকার চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা। শারদ সম্মান অনুষ্ঠানে শহর দক্ষিণ অঞ্চলের যে সমস্ত ক্লাব প্রতিনিয়ত বিভিন্ন সমাজ সেবামূলক কর্মসূচি সংঘটিত করে আসছে সেই ক্লাব গুলির কর্মকর্তাদেরও সম্মান প্রদান করা হবে।