Friday, November 22, 2024
বাড়িখবররাজ্যমুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার উপর অনুষ্ঠিত হয় দু দিন...

মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষার উপর অনুষ্ঠিত হয় দু দিন ব্যাপি ন্যাশানাল সেমিনার

মঙ্গলবার ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে দু দিন ব্যাপি ন্যাশানাল সেমিনারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সেল দ্বারা আয়োজিত এই সেমিনারে এদিন মুখ্যমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন বিশ্ব বিদ্যালয়ে গবেষণা ছাড়া চিন্তা করা যায় না।বিশ্ব বিদ্যালয়ের পাঠ্য সুচিতে রিসার্স অবশ্যই থাকতে হবে। আর এই গবেষণা জ্ঞান আহরণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের রিসার্স এন্ড ইনভেশন সেল যে সেমিনারের আয়োজন করেছে এতে ছাত্র ছাত্রীরা উপকৃত হবে।এদিন তিনি জানান সম্প্রতি জি -২০ তে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত খুবই সফল হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীর কথায় সিকিমে মেঘ ভাঙ্গা বৃষ্টিতে ক্ষয় ক্ষতির প্রসঙ্গও উঠে আসে। তিনি এদিন বলেন উত্তরাখণ্ড , হিমাচল প্রদেশ প্রকৃতির রোষানলে পরে আর এর পেছনে রয়েছে মানুষের লোভ। সে পরিপ্রেক্ষিতে পাঠ্য সুচিতেও আমাদের বাস্ততন্ত্রকে সংরক্ষন করার সব রকম সম্ভাব্য দিক গুলি থাকা প্রয়োজন। আমাদের ছাত্র ছাত্রীদেরও সে রকম শিক্ষা দেওয়া দরকার যাতে তারা নির্ভরশীল বসবাসের বিভিন্ন দিক গুলি উন্নতকরণের জন্য নানা উদ্ভাবনি দিকের সৃষ্টিতে দক্ষতা অর্জন করতে পারে। এ প্রসঙ্গে এদিন তিনি নতুন জাতীয় শিক্ষানীতির উল্লেখ করেন। ১০ থেকে ১২ অক্টোবর ব্যাপি উচ্চ শিক্ষার উপর অনুষ্ঠিত হওয়া এই ন্যাশানাল সেমিনারে বিভিন্ন গবেষণা পত্র উপস্থাপিত করা হবে। এই অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ গঙ্গা প্রসাদ প্রসেইন, সহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ ডিন এবং বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা রিসার্স স্কলারস এবং ছাত্র ছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য