Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথকে অনুসরণ করে রাজ্যের বর্তমান সরকার সেবার মানসিকতা...

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেখানো পথকে অনুসরণ করে রাজ্যের বর্তমান সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করছে – মুখ্যমন্ত্রী

সামনেই শারদীয়া দুর্গোৎসব। আসন্ন এই উৎসব উপলক্ষে রাজ্যবাসীর জন্য বিশেষ উপহার নিয়ে এলো রাজ্য সরকারের খাদ্য ও জন সংবরণ দপ্তর। পূজার প্রাক মুহূর্ত এবছর ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে প্রত্যেক রেশন ভোক্তাদের হাতে সুলভ মূল্যে ভোজ্য তেল, চিনি ময়দা সুজিসহ আরো বিভিন্ন সামগ্রী ও সম্পূর্ণ বিনামূল্যে ক্যানভাস ব্যাগ প্রদানের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকারের খাদ্য দপ্তর। গৃহীত সিদ্ধান্ত কার্যকর শুরু হলো মঙ্গলবার। এদিন রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সূচনা হলো বন্টন ব্যবস্থায় সুলভ মূল্যে ভোজ্য তেল ও অন্যান্য সামগ্রী বিতরণসহ বিনামূল্যে ক্যানভাস ব্যাগ বন্টন। এই কর্মসূচির এদিন আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। মুখ্যমন্ত্রী এদিন নিজের হাতে রেশন ভোক্তাদের হাতে তুলে দিলেন বিভিন্ন খাদ্য সামগ্রী সহ ক্যানভাস ব্যাগ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার সেবার মানসিকতা নিয়ে কাজ করে চলেছে। প্রধানমন্ত্রীর দেখানো পথকে আদর্শ করেই রাজ্য সরকার সামনের দিকে এগিয়ে চলেছে। একই সাথে তিনি বলেন বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি কোন অবস্থাতেই বরদাস্ত করা হবে না। বাজারে কোন কারণ ছাড়াই দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে রাজ্য সরকার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 + 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য