দীর্ঘদিন ধরেই স্কলারশিপের বকেয়া অর্থ না পাওয়ার ফলে নানা অসুবিধার সম্মুখীন তপশিলি জাতি সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা। তাই বকেয়া স্টাইপেন্ডের টাকা মিটিয়ে দেওয়ার দাবি নিয়ে বারবার ছাত্র-ছাত্রীরা জনজাতি কল্যাণ দপ্তরের দ্বারস্থ হলেও কোন সুফল নেই। শুধু আশ্বাস আর প্রতিশ্রুতি ছাড়া কিছুই জুটেনি তাদের ভাগ্যে। প্রতিশ্রুতি খেলাফের জন্য বহু ছাত্র-ছাত্রী অসুবিধার সম্মুখীন। এদের একটা বড় অংশই স্কলারশিপের অর্থ যথারীতি পাওয়ার প্রত্যাশায় ঋণ নিয়ে পড়াশোনা করে এখন বিপাকে পড়েছেন। তাই দ্রুত বকেয়া স্টাইপেন্ডের অর্থ মিটিয়ে দিতে জনজাতি কল্যাণ দপ্তরের কার্যালয়ের সামনে বেশ কয়েকবার বিক্ষোভ কর্মসূচি সংঘটিত করে হতাশাগ্রস্ত ছাত্রছাত্রীরা। এরপরেও যেন টনক নড়েনি দপ্তরে। এই অবস্থায় তপশিলি জাতি ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধানের দাবি নিয়ে এবার রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কর্মীরা। অবিলম্বে বকেয়া স্টাইপেন্ডের অর্থ প্রদানের দাবি নিয়ে সোমবার আগরতলা গোর্খাবস্তি স্থিত জনজাতি কল্যাণ দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় সংগঠন। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির পর সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জিব সাহার নেতৃত্বে এক প্রতিনিধি দল দপ্তরের আধিকারিকের সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে ধরেন। অবিলম্বে যদি দপ্তর সমস্যা সুরাহার হওয়ার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করে তাহলে আগামী দিন সংগঠন আরো বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে জানালেন ছাত্রনেতা শ্রী সাহা।