শিক্ষকতার যোগ্যতা সম্পন্ন পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ হওয়ার পরেও এখনো পর্যন্ত হাতে নিয়োগ পত্র নেই। আর এতে করে স্বাভাবিকভাবেই হতাশায় ভুগছেন যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীরা। ২০২২ সালের শেষ দিকে রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল সর্বশেষ টেট পরীক্ষা। এতে টেট ওয়ানে ২৯৪ জন এবং টেট টু তবে ১৬৭ জন বেকার যুবক-যুবতী উত্তীর্ণ হয়। পরীক্ষার ফলাফল ঘোষনা হবার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হতে চললেও এখনো পর্যন্ত টেট উত্তীর্ণদের নিয়োগ সংক্রান্ত কোনো উদ্যোগ নেই প্রশাসনের। অথচ রাজ্যে এখনো প্রচুর সংখ্যক শিক্ষকদের শূন্য পরে রয়েছে। বিধানসভায় দেওয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলগুলিতে এখন পর্যন্ত টেট ওয়ানে ১৬১৫টি এবং টেট টু এ ১৬৪৩টি শূন্যপদ রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই শূন্য পদের তুলনায় যোগ্যতা সম্পন্ন বেকারের সংখ্যা রয়েছে অনেকটাই কম। এরপরেও নেই কোন নিয়োগের উদ্যোগ। তাই নিয়োগের দাবিতে এবার সোচ্চার হলো টেট উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। বুধবার এমনটাই দেখা গেল আগরতলা শিক্ষা ভবনে। এদিন যোগ্যতা সম্পন্ন বেকার যুবক-যুবতীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে দাবি আদায়ের লক্ষ্যে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। পরে বেকারদের প্রতিনিধিদল উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে তাদের দাবি সনদ তুলে ধরেন। অধিকতা বেকারদের এই দাবির মান্যতা দিয়ে বিষয়টি উচ্চ স্তরে নিয়ে যাওয়ার আশ্বাস দেন বলে জানান বেকাররা। তাদের প্রত্যাশা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা শিক্ষা মন্ত্রী অবিলম্বে বেকারদের কথা চিন্তা করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন।