Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যপূজোর মধ্যে আগরতলা শহরকে যানজটমুক্ত করে তুলতে পৌরনিগমের উদ্যোগে চলছে এখন অবৈধ...

পূজোর মধ্যে আগরতলা শহরকে যানজটমুক্ত করে তুলতে পৌরনিগমের উদ্যোগে চলছে এখন অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান

আগরতলা শহরকে যানজট মুক্ত ও সুন্দর করে তোলার নাম করে চলছে এখন উচ্ছেদ অভিযান। রাস্তার পাশে সরকারি জমি দখল করে যারা দিনের পর দিন অবৈধভাবে ব্যবসা করে চলেছে তাদেরকে উচ্ছেদ করতে এখন মরিয়া আগরতলা পৌর নিগম। রাজ্যের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার প্রাক মুহূর্তে পৌরনিগমের এই উচ্ছেদ অভিযান নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন। নিগমের এই উচ্ছেদের ফলে স্বাভাবিকভাবেই হতাশাগ্রস্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা। গতকাল মঙ্গলবার রাজধানীর আগরতলার বেশ কয়েকটি জায়গাতে চলে এই উচ্ছেদ অভিযান। এরমধ্যে জিবি বাজার এলাকায় বুলডোজার চালিয়ে বেশ কয়েকটি দোকানকে উচ্ছেদ করা হয়। আর এই উচ্ছেদ অভিযানের পরের দিন বুধবার এলাকাটি পরিদর্শনে গেলেন মেয়র দীপক মজুমদার। কর্পোরেটর হীরালাল দেবনাথকে সাথে নিয়ে এদিন উচ্ছেদ হওয়া এলাকাটি পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলেন মেয়র সাহেব।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য সরকার ও পৌরনিগম আগামী দিন বিকল্প ব্যবস্থা করবে। এখন এই জায়গাতে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার ড্রেন নির্মাণের কাজ খুব শীঘ্রই শুরু হবে। প্রত্যাশা এই নির্মাণ কাজেও এলাকার ব্যবসায়ী সহ নাগরিকরা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য