আগরতলা শহরকে যানজট মুক্ত করে সুন্দর ভাবে সাজিয়ে তুলতে রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা ছোট মাঝারি ব্যবসায়ীগুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত রইল। রাজধানীর বটতলা ও শকুন্তলা রোড এলাকায় উচ্ছেদ অভিযানের পর এবার পৌর নিগমের বুলডোজার চলল জিবি বাজার এলাকায়। মঙ্গলবার এমনটাই দেখা গেল জিবি বাজার চত্বরে। এদিন পূর্ব ঘোষণা অনুযায়ী এই বাজার এলাকার রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে ওঠা বেশ কিছু সংখ্যক ছোট মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। তবে নিগমের টাস্ক ফোর্সের কর্মীরা নয়, এবার চলল সরাসরি বুলডোজার। পুজোর আগে শহরকে যানজট মুক্ত করতে এবং নতুনভাবে সাজিয়ে তুলতেই মুখ্যমন্ত্রীর পরামর্শে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। আর এই অভিযানকে গিয়ে একদিকে যেমন ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন, ঠিক তেমনি আবার কেউ কেউ তুলছেন নানা প্রশ্নও। আগরতলা পৌরনিগমের মতে শহরবাসীর দাবি মেনেই প্রতিনিয়ত চলছে এই উচ্ছেদ অভিযান। যার ধারাবাহিকতা আগামী দিনেও বজায় থাকবে। এদিনের এই উচ্ছেদ প্রসঙ্গে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, অবৈধভাবে ফুটপাত দখল করে যারা ব্যবসা করে আসছেন সেইসব ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীদের আগাম জানিয়েই চলছে উচ্ছেদ অভিযান কর্মসূচি। যারা নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নিচ্ছে না, তাদের দোকানই পৌর নিগম নিজস্ব উদ্যোগে ভেঙে দিচ্ছে। রাস্তার পাশে অবৈধভাবে সরকারি জমি দখল করে কাউকেই ব্যবসা করতে দেওয়া হবে না। সেটা পুজোর আগে কিংবা পরেই হোক না কেন। এধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে বলে জানালেন মেয়র।