Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যরাজ্যে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্ম...

রাজ্যে যথাযথ মর্যাদায় উদযাপিত হলো সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্ম জয়ন্তী

পয়লা অক্টোবর রাজ্যের সুসন্তান সুর সম্রাট কুমার শচীন দেব বর্মনের জন্ম জয়ন্তী। এদিন তার ১১৭ তম জন্মদিন। বিগত দিনের মতো এবারও রাজ্যে সরকারি ও বেসরকারিভাবে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুর সম্রাটের জন্ম জয়ন্তী উদযাপিত। তবে সরকারিভাবে রাজ্যে রবিবার শচীন দেব বর্মনের ১১৭ তম জন্মজয়ন্তী উপলক্ষে মূল শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীভবন প্রাঙ্গণে। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও ছিলেন রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মন, রাজ্য সরকারের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ আরো বিশিষ্ট জনেরা। অনুষ্ঠানে সুর সম্রাটের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরায় প্রতিভার কোন অভাব নেই। আর এই প্রতিবাদের মধ্যে অন্যতম হলেন শচীন দেব বর্মন। কিংবদন্তি সংগীতশিল্পী সুর সম্রাট কুমার শচীন দেব বর্মন ছিলেন সংগীত জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। তিনি তার প্রতিভাকে কাজে লাগিয়ে দেশ এবং রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছিলেন। সংগীত জগতে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাই বর্তমান প্রজন্মকে তার সম্পর্কে আরো বেশি করে জানার জন্য আহ্বান জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য