রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে এই সরকার দুর্নীতি মুক্ত সরকার, এবং স্বচ্ছতা সহকারে উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য নিয়ে রাজ্য সরকার চলছে । মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স এটাই মুল মন্ত্র। জেমের মাধ্যমেই রাজ্যকে আমরা অনেক স্বাস্থ্যবান বানাতে পারি। দেশকে অনেক আগে নিয়ে যেতে পারি। মঙ্গলবার আগরতলা টাউন হলে অনুষ্ঠিত GeM এক্সিলেন্ট সামিট এ অংশগ্রহণ করে একথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায়।মঙ্গলবার GeM এক্সিলেন্ট সামিট অনুষ্ঠিত হয় আগরতলা টাউনহলে। ভারত সরকারের অনলাইনে পণ্য বিক্রি ও পরিষেবার যে ওয়েবসাইট রয়েছে এই বিষয়ে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আরো বেশি করে সচেতন করা এবং ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত তুলে ধরার জন্য এই সামিটের আয়োজন । এই সামিটে বক্তব্য রাখতে গিয়ে অর্থমন্ত্রী প্রনজিত সিংহ রায় এই সম্পর্কে বিভিন্ন দিক তুলে ধরে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার নেতৃত্বে এই সরকার দুর্নীতি মুক্ত সরকার, এবং স্বচ্ছতা সহকারে উদ্যম নিয়ে এগিয়ে যাচ্ছে। বিভিন্ন দফতরের কাজ আধিকারিকরা যা করছেন তা আরও আগে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর লক্ষ্য নিয়ে রাজ্য সরকার চলছে । মিনিমাম গভর্নমেন্ট ম্যাক্সিমাম গভর্নেন্স এটাই মুল মন্ত্র। জেমের মাধ্যমেই রাজ্যকে আমরা অনেক স্বাস্থ্য বান বানাতে পারি। দেশকে অনেক আগে নিয়ে যেতে পারি। এই ওয়েবসাইট থেকে পণ্য এবং পরিষেবা নেওয়ার জন্য একাধিক দপ্তরকে এদিন পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব পি কে চক্রবর্তী, Gem গভমেন্ট অফ ইন্ডিয়ার অতিরিক্ত CEO যোগেন্দ্র কুমার পাঠক সহ অন্যান্য আধিকারিকরা।