রাজ্যে সরকারে থাকলেও পৃথক রাজ্যের দাবিতে অনড় আইপিএফটি। যে দাবিকে সামনে রেখে রাজ্যের মাটিতে আত্মপ্রকাশ হয়েছিল উপজাতিভিত্তিক আঞ্চলিক এই দলটির। কিন্তু ক্ষমতার স্বাদ পেয়ে সরকারিভাবে এই দাবিতে নেতৃত্ব কয়েক কদম দূরে থাকলেও, রাজনৈতিকভাবে দাবী আদায়ের লক্ষ্যে মাঝে মধ্যে রাস্তায় নামতে দেখা যায় দলের নেতাদের। পৃথক রাজ্যের দাবি নিয়ে গত কিছুদিন আগেও দলের কেন্দ্রীয় নেতৃত্ব সহ প্রচুর সংখ্যক কর্মী দিল্লিতে গিয়ে সোচ্চার হয়। যদিও তাদের এই দাবির প্রতি কেন্দ্র ও রাজ্য সরকারের কোন সমর্থন নেই। এরপরেও পৃথক রাজ্যের দাবিতে নিজেদের রাজনৈতিক লড়াই জারি রেখেছে রাজ্য সরকারের শরিক দল। তা আরো একবার প্রত্যক্ষ করা গেল শনিবার আগরতলা কৃষ্ণনগর স্থিত দশরথ দেব অডিটোরিয়ামে। এদিন এন এফ এন এস ও আইপিএফটির যৌথ উদ্যোগে অনুষ্ঠিত একদিনের কনভেনশন। কনভেনশনের মূলত একটাই উদ্দেশ্য পৃথক রাজ্যের দাবীকে আরো জোরালো করে তুলতে আগামী দিনের আন্দোলন কর্মসূচি ঠিক করা। ফলে স্বাভাবিকভাবেই এই দুটি সংগঠনের কাছে এদিনের কনভেনশন ছিল গুরুত্বপূর্ণ। আর এই কনভেনশনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সংগঠন এন এফ এন এস এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আইপিএফটির কেন্দ্রীয় নেতৃত্ব। এদের মধ্যে ছিলেন দলের সভাপতি প্রেম কুমার রিয়াং, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অনেকে।