Tuesday, December 24, 2024
বাড়িখবররাজ্যদেব শিল্পী বিশ্বকর্মা ও গণেশের প্রতিমা নির্মাণের কাজ শেষ হবার পর মৃৎশিল্পীরা...

দেব শিল্পী বিশ্বকর্মা ও গণেশের প্রতিমা নির্মাণের কাজ শেষ হবার পর মৃৎশিল্পীরা এখন ব্যস্ত দুর্গা প্রতিমা নির্মাণে

মাঝে হাতেগোনা আর মাত্র কয়েকটি দিন বাকি। এরপরেই এই রাজ্যেও জাতি উপজাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সব অংশের মানুষ মেতে উঠবেন শারদীয়া উৎসবে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে পূজার কাউন্টডাউন। পাড়ায় পাড়ায়, ক্লাবে ক্লাবে চলছে এখন উৎসব আয়োজনের ব্যস্ততা। একই চিত্র কুমোর পাড়াতেও। দেব শিল্পী বিশ্বকর্মা ও গণেশের প্রতিমা নির্মাণের কাজ শেষ হবার পর মৃৎশিল্পীরা এখন ব্যস্ত দুর্গা প্রতিমা নির্মাণে। নির্দিষ্ট সময়ের মধ্যে মৃন্ময়ী মাকে চিন্ময়ী করে তুলতে দিন রাত এক করে কাজ করে চলেছেন মৃৎশিল্পীরা। করোনা আবহ কাটিয়ে পুরনো ছন্দে এখন ফিরে এসেছে কুমোর পাড়ায়। তবে প্রকৃতি মাঝে মধ্যে বিরূপ রূপ ধারণ করলেও, কাজে যেন কোন খামতি নেই মৃৎশিল্পীদের। লক্ষ্য একটাই নির্দিষ্ট সময়ের মধ্যে মন্ডপে মন্ডপে সুসজ্জিত প্রতিমা পৌঁছে দেওয়া। আর সেই লক্ষ্যেই এখন ব্যস্ত মৃৎশিল্পীরা। কিন্তু পুজোর দিন যত এগিয়ে আসবে ততই তাদের এই ব্যস্ততা আরো কয়েকগুণ বেড়ে যাবে। তবে এবারও প্রতিমায় রয়েছে আধুনিকতার ছোঁয়া। যা দর্শনার্থীদের অনেকটাই আকর্ষণীয় করে তুলবে বলে দাবি মৃৎশিল্পীদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য