Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যশ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কিছু দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামছে...

শ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কিছু দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন

ক্ষমতায় আসার আগে বিজেপি শ্রমজীবী অংশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটা প্রতিশ্রুতিও রক্ষা করতে পারেনি তারা। কেন্দ্র ও রাজ্য বাজেটে রেগা প্রকল্পের অর্থ কমিয়ে দেওয়া হয়েছে। এর ফলে কমেছে শ্রম দিবস। তার মধ্যে আবার রয়েছে দুর্নীতি। বিজেপি নেতারা বিনা শ্রমে মজুরি পেলেও যারা শ্রম দিচ্ছে তারা সঠিকভাবে মজুরি পাচ্ছে না। এরকমই অভিযোগ এনে এবার শ্রমিক কৃষকসহ শ্রমজীবী অংশের মানুষের জরুরি বেশ কিছু দাবিকে সামনে রেখে এবার রাস্তায় নামছে ত্রিপুরা ক্ষেতমজুর ইউনিয়ন। সংগঠনের রাজ্য পরিষদের বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী বছরে ২০০ দিন শ্রম দিবস ও দৈনিক মজুরি ৬০০ টাকা সহ বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে ইউনিয়ন আগামী ২৬ শে সেপ্টেম্বর আগরতলা অফিস লেন স্থিত শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে তিন ঘন্টা গণ অবস্থান সংঘটিত করবে। আর এই গণ অবস্থানে উপস্থিত থেকে বক্তব্য রাখবেন ইউনিয়নের সর্বভারতীয় সভাপতি এজি রাঘবন, সাধারণ সম্পাদক পি ভেঙ্কট, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, ভারতীয় সহ-সভাপতি ভানু লাল সাহা প্রমূখ। শুক্রবার আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে ত্রিপুরা খেতমজুর ইউনিয়নের রাজ্য কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে গৃহীত আন্দোলন কর্মসূচি তুলে ধরে একথা জানান সংগঠনের রাজ্য সম্পাদক শ্যামল দে। সংগঠনের সর্বভারতীয় সহ-সভাপতি ভানু লাল সাহা ও রাজ্য সভাপতি রাধা বল্লভ দেবনাথকে পাশে রেখে এদিন শ্রী দে আরো জানান, সংগঠন আরো সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় দাবিসহ বেশ কিছু দাবিকে সামনে রেখে আগামী একমাস রাজ্যের সব কটি ব্লকে গণডেপুটেশন প্রদান করবে। শুধু তাই নয়, এই সময়ের মধ্যে সংগঠনের কর্মীরা রাজ্যের এক হাজার গ্রামে এক লক্ষ পরিবারে গিয়ে শ্রমজীবী মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনবেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 + two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য