Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যকাস্ট বেইসড সেন্সাস সাড়া ভারতবর্ষে করার দাবি কংগ্রেসের

কাস্ট বেইসড সেন্সাস সাড়া ভারতবর্ষে করার দাবি কংগ্রেসের

সদ্য সমাপ্ত কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ প্রস্তাব গ্রহণ করা হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই সম্পর্কে অবগত করেন রাজ্য থেকে সর্ব ভারতীয় কংগ্রেস কমিটিতে আমন্ত্রিত সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ। এদিন এ সম্পর্কে তিনি বলেন মোদী সরকার জাতিগত সেন্সাসের গুরুত্বের কথা উপলব্দি করেও তা বোঝার জন্য আগ্রহী নন। দলিত, আদিবাসী, এবং ওবিসি সম্প্রদায়ের দাবি মোদী সরকার কর্ণপাত করেন না এবং শুনতে আগ্রহী নন। এই পরিপ্রেক্ষিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটি কাস্ট বেইসড সেন্সাস সাড়া ভারতবর্ষে করার জন্য দাবি জানাচ্ছে। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে গুরুত্বপূর্ণ গৃহীত প্রস্তাব সম্পর্কে রাজ্যবাসিকে অবগত করিয়ে এদিন বিধায়ক সুদীপ রায় বর্মণ আরও জানান বিভিন্ন ক্ষেত্রে বর্তমান যে সর্বোচ্চ সংরক্ষন রয়েছে অর্থাৎ ৫০ শতাংশের বেশী করা যাবে না, সে জায়গায় এই কাস্ট বেইসড সেন্সাস যদি করা যায় বা মনমোহন সিংয়ের সরকারের সময় যা করা হয়েছিল তার রিপোর্ট যদি প্রকাশিত হয়, তা হলে সুপ্রিম কোর্টও তাদের স্ট্রেংথ থেকে সরে আসতে বাধ্য। কংগ্রেস এই সংরক্ষনের আপার লিমিট বাড়ানোর দাবি জানাচ্ছে বলে এদিন জানান তিনি। এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য