Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যনিয়োগের দাবিতে অগ্নি নির্বাপক দপ্তরে অধিকর্তার দ্বারস্থ চাকরি প্রার্থীরা

নিয়োগের দাবিতে অগ্নি নির্বাপক দপ্তরে অধিকর্তার দ্বারস্থ চাকরি প্রার্থীরা

রাজ্যের বর্তমান সরকার অগ্নি নির্বাপক দপ্তরে ফায়ারম্যান ও ড্রাইভার পদে ৩০৪ জন নতুন করে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে দীর্ঘ প্রায় এক বছর আগে। বিজ্ঞপ্তি জারি করার পর ইতিমধ্যেই সম্পন্ন হয় লিখিত পরীক্ষা। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে দপ্তর কচ্ছপ গতিতে এগিয়ে চলেছে। যা কিছুতেই মেনে নিতে পারছেন না চাকুরী প্রত্যাশী বেকাররা। রাজ্যের আটটি জেলাতেই বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হয় এই নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষা। যার ফলাফল ঘোষণা করা হয়। এখন বাকি রয়েছে মৌখিক পরীক্ষা। তাই দ্রুত এই পরীক্ষা সম্পন্ন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করার দাবিতে এবার সোচ্চার হলো চাকুরী প্রত্যাশীরা। অবিলম্বে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার বেকাররা দারস্ত হলেন অগ্নি নির্বাপক দপ্তরের অধিকর্তার। দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে এই দিন বেকাররা লিখিত আকারে অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার দাবি জানান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + fourteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য