Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যজনজাতি ছাত্র-ছাত্রীদের পর এবার বকেয়া স্টাইপেন্ড তথা স্কলারশিপের অর্থ প্রদানের দাবিতে সোচ্চার...

জনজাতি ছাত্র-ছাত্রীদের পর এবার বকেয়া স্টাইপেন্ড তথা স্কলারশিপের অর্থ প্রদানের দাবিতে সোচ্চার হলো তপশিলি জাতিসম্প্রদায়ের ছাত্রছাত্রীরা

সরকারি স্কলারশিপ নিয়ে রাজ্যের বহু ছাত্র-ছাত্রী বহির রাজ্যে উচ্চশিক্ষা লাভ করছে। আর এই ছাত্রছাত্রীদের উচ্চ শিক্ষার একমাত্র মূল ভরসায় হল সরকারি স্কলারশিপ। কিন্তু তপশিলি জাতি ও জনজাতি কল্যাণ দপ্তরের দেওয়া এই স্কলারশিপ নিয়ে গত বেশ কিছুদিন ধরেই চলছে অনিশ্চয়তা। আর এতে করে স্বাভাবিকভাবেই নানাহ দিক দিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্র-ছাত্রীরা। এবার এমনটাই অভিযোগ এনে সোচ্চার হল রাজ্যের তপশিলি জাতি ছাত্র-ছাত্রীরা। সম্প্রতি জনজাতি ছাত্র ছাত্রীরা লড়াই সংগ্রাম করে তাদের বকেয়া স্কলারশিপ এর অর্থ আদায়ের আশ্বাস পাওয়ার পর, এবার একই দাবিতে সোচ্চার হল তপশিলি জাতি ছাত্র-ছাত্রীরা। তাদের অভিযোগ কোর্স কমপ্লিট হলেও এখনো পর্যন্ত স্কলারশিপের অর্থ বকেয়া রয়েছে। আর এতে করে বিপাকে পড়ছেন তারা। তাই অবিলম্বে বকেয়া স্কলারশিপের অর্থ প্রদানের দাবিতে বুধবার ছাত্র-ছাত্রীরা দারস্ত হয় দপ্তরের অধিকর্তার। এদিন ছাত্র-ছাত্রীদের এক প্রতিনিধি দল অধিকর্তার সাথে দেখা করে তাদের দাবি তুলে ধরেন। অধিকর্তা ছাত্রছাত্রীদের দাবি যৌক্তিকতা মেনে খুব শীঘ্রই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আশ্বাস দেন। অধিকর্তার এই আশ্বাসে স্বাভাবিকভাবে খুশি ছাত্র-ছাত্রীরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − thirteen =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য