Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যস্মার্ট সিটি প্রকল্পে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা আগরতলা দশমীঘাটের কাজ পরিদর্শনে মেয়র দীপক...

স্মার্ট সিটি প্রকল্পে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা আগরতলা দশমীঘাটের কাজ পরিদর্শনে মেয়র দীপক মজুমদার

আসছে শারদীয়া দুর্গাপূজা।তারই প্রস্তুতি চলছে এখন রাজ্যের দিকে। পূজা যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য বসে নেই প্রশাসনও। বিগত দিনের মতো এবারো যাতে উৎসব সব জায়গাতেই উৎসবের আবহে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে প্রশাসনিকভাবে চলছে কাজ। আগরতলা পৌর নিগম ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। শারদীয়া দুর্গোৎসবের অন্যতম একটি প্রক্রিয়া হল প্রতিমা নিরঞ্জন। রাজধানী আগরতলা শহরের অধিকাংশ প্রতিমা নিরঞ্জন হয় দশমীঘাটে। আর এই প্রতিমা নিরঞ্জন উপলক্ষে আগরতলা পৌর নিগম গত কয়েক বছর ধরে বিশেষ উদ্যোগ গ্রহণ করে আসছে। পৌর নিগমের উদ্যোগেই সেখানে চলে প্রতিমা নিরঞ্জন। তাই প্রতিমা নিরঞ্জনকে সামনে রেখে দশমিঘাটের পরিকাঠামো গত উন্নয়নের জন্য চলছে এখন কাজ। স্মার্ট সিটি প্রকল্পে দশমীঘাটকে অত্যাধুনিকভাবে সাজিয়ে তোলা হচ্ছে। প্রতিমা নিরঞ্জনে কোনরকম অসুবিধা যাতে না হয় তার জন্যই চলছে এখন পরিকাঠামগত উন্নয়নের কাজ। বুধবার কাজের অগ্রগতি খতিয়ে দেখতে দশমিঘাটে গেলেন মেয়র দীপক মজুমদার। স্থানীয় কর্পোরেটর ও পৌর নিগমের আধিকারিকদের সাথে নিয়ে এদিন কাজের সমস্ত দিক সরোজমিনে খতিয়ে দেখে তিনি কথা বলেন দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার কর্মকর্তাদের সাথে। পরে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে মেয়র বলেন মহালয়ের আগেই কাজ শেষ করায় লক্ষ্য। দশমিঘাট ছাড়াও আগরতলা পৌর নিগমের আরো বেশ কিছু এলাকায় প্রতিমা নিরঞ্জন হয়ে থাকে। সেই সব জায়গাতেও নিরঞ্জনের পরিকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেয় পৌর নিগম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য