কেন্দ্রীয় সরকারের জাতীয় নয়া শিক্ষানীতি রাজ্যেও সঠিকভাবে কার্যকর করার লক্ষ্যে কাজ করে চলেছে রাজ্য সরকার। আর সেই লক্ষ্যে ইতিমধ্যেই সরকার বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে ১০০ টি বাংলা মিডিয়াম স্কুলকে সিবিএসই অনুকরণে ইংরেজি মাধ্যমে রূপান্তরিত করে।যা নিয়ে ইতিমধ্যেই সোচ্চার হয়ে উঠে বেশ কয়েকটি ছাত্র সংগঠন। উপযুক্ত পরিকাঠামো গড়ে না তুলে এভাবে বাংলা মিডিয়াম স্কুলকে ইংরেজি মিডিয়ামে রূপান্তরিত করার ফলে আগামীদিন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে সেসব স্কুলের ছাত্র-ছাত্রীরা। এমনিতেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে রয়েছে বহুবিধ নানা সমস্যা। শিক্ষক স্বল্পতা থেকে শুরু করে নানা সমস্যা নিয়েই চলছে অধিকাংশ স্কুল।এতে করে স্বাভাবিকভাবেই স্কুলগুলির শিক্ষার মান নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মন্ত্রী আমলাদের দাবি গুণগত শিক্ষার লক্ষ্যেই কাজ করে চলেছে প্রশাসন। তাদের এই দাবি যে কতটুকু বাস্তবে সত্য তার জ্বলন্ত প্রমাণ হলো জিরানিয়া আই এস এর অন্তর্গত মজলিশপুর ভগবান কোবরা পাড়া উচ্চ বুনিয়াদী বিদ্যালয়। ১৯৫২ সালে এই স্কুলের যাত্রা শুরু। এই মুহূর্তে বিদ্যালয়টিতে রয়েছে ১৬২ জন ছাত্রছাত্রী। শিক্ষক-শিক্ষিকার সংখ্যা মাত্র আট জন। শিক্ষকের স্বল্পতা যেমন রয়েছে এই স্কুলে, ঠিক তেমনি আরো বহুবিধ নানা সমস্যায় জর্জরিত। পানীয় জল থেকে শুরু করে মিড ডে মিলের অব্যবস্থা, নেই বাউন্ডারিসহ আরো একাধিক সমস্যা। সমস্যাগুলি সমাধানের জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসলেও কোন সুফল নেই। ফলে সমস্যা নিয়েই একদিকে যেমন পড়ুয়ারা পঠন-পাঠন চালিয়ে আসতে বাধ্য হচ্ছেন, তেমনি শিক্ষক-শিক্ষিকারাও ছাত্র-ছাত্রীদের সঠিক শিক্ষা দিতে গিয়ে বার বার বাঁধার সম্মুখীন হচ্ছেন। তাই গুণগত শিক্ষার লক্ষ্যে স্কুলের সমস্যা গুলি দ্রুত সমাধানের জন্য দাবি জানান স্কুল পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা।



