Tuesday, September 17, 2024
বাড়িখবররাজ্যসিন্ডিকেট থেকে শুরু করে বহু বাড়ি ঘরের সাথে আরক্ষা প্রশাসনের কর্মীরাও দেব...

সিন্ডিকেট থেকে শুরু করে বহু বাড়ি ঘরের সাথে আরক্ষা প্রশাসনের কর্মীরাও দেব শিল্পীর আরাধনায় ব্রতী হলেন

বিশ্বব্রহ্মাণ্ডের মূল কারিগর হলেন দেব শিল্পী বিশ্বকর্মা। তিনি শিল্পেরও দেবতা। প্রতিবছরই ভাদ্র মাসের শেষ দিন পুজিত হোন তিনি। বিভিন্ন শিল্প কারখানা, সিন্ডিকেট থেকে শুরু করে বহু বাড়ি ঘরে নিষ্ঠার সাথে আয়োজন করা হয় দেব শিল্পীর আরাধনা। এবারও যেন তার ব্যতিক্রম নয়। সোমবার ভাদ্র মাসের শেষ দিন হওয়ায় রাজ্যের সর্বত্রই উৎসবের আমেজে পূজিত হলেন দেব শিল্পী। বিশ্বকর্মা শিল্পের দেবতা বলেই, তার পূজোতে পুজো করা হয় বিভিন্ন যন্ত্রপাতি। শুধু শিল্প কারখানাতেই নয়, আরক্ষা প্রশাসনের কর্মীরাও এদিন দেব শিল্পীর আরাধনার মধ্য দিয়ে পূজা করেন তাদের অস্ত্র। এমনটাই দেখা গেল টিএসআর এর দ্বিতীয় ব্যাটেলিয়ানে। প্রতিবছরের মতো এবারও পশ্চিম জেলার অন্তর্গত আর কে নগরে টি এস আর দ্বিতীয় ব্যাটেলিয়ানের প্রধান কার্যালয়ে আয়োজন করা হয় বিশ্বকর্মা পূজা। এখানে পূজার বিশেষ আকর্ষণ হল ব্যাটেলিয়ানের ব্যবহৃত যানবাহন এবং যন্ত্রপাতির পাশাপাশি তাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্রের পূজা। পিস্তল থেকে শুরু করে মেশিনগানসহ অন্যান্য অস্ত্রের পূজা দেওয়া হয় এদিন। মূলত যান্ত্রিক সামগ্রী গুলি যাতে আগামী দিনে ভালোভাবে কাজ করে দেব শিল্পীর কাছে সেই প্রত্যাশা নিয়েই অস্ত্র পূজার আয়োজন টি এস আর জওয়ানদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য