সামনেই শারদীয়া দুর্গোৎসব। অন্যতম ধর্মীয় এই উৎসব এবারও নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য এবং পুজোকে সামনে রেখে শহরকে নতুনভাবে সাজিয়ে তোলার লক্ষ্যে শুক্রবার পৌরনিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ বৈঠক। মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন নিগমের আধিকারিকরা ও বিভিন্ন ওয়ার্ডের কর্পোরেটররা। বৈঠকে আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এই বৈঠক থেকে এদিন সফল চন্দ্রায়ণের জন্য প্রধানমন্ত্রী ও ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে একটি প্রস্তাব গৃহীত হয়। এছাড়া প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে গোটা দেশের সাথে আগরতলা পৌর নিগমের সব কয়টি ওয়ার্ডে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে একমাস ব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে সেবাই স্বচ্ছতা, স্বাস্থ্য শিবিরসহ আরো নানাবিধ কর্মসূচি। এছাড়া এবছরের শারদীয়া উৎসব যাতে সুন্দরভাবে সম্পূর্ণ হয় তার জন্য পৌরনিগমের অন্তর্গত সবকয়টি ক্লাবগুলিকে নিয়ে আলোচনা হবে। গেল বছরের সাফল্য এবছরও যেন বজায় থাকে তার সমস্ত উদ্যোগ গ্রহণ করবে পৌর নিগম। এমনটাই জানালেন মেয়র দীপক মজুমদার।