Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যকেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে আগরতলায় কনভেনশন করল সি আই টি ইউ

কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের প্রতিবাদে আগরতলায় কনভেনশন করল সি আই টি ইউ

লাভজনক সংস্থা গুলির জমি ক্রমান্বয়ে বেসরকারি সংস্থার হাতে তুলে দিচ্ছে। এর মধ্যে অন্যতম দুটি হলো বিদ্যুৎ ও রেল। কেন্দ্রের বিজেপি সরকার বিদ্যুৎ ও রেল পরিষেবা সম্পূর্ণ বেসরকারিকরণের দিকে নিয়ে যাচ্ছে। এরকমই অভিযোগ এনে বিদ্যুৎ রেল পরিষেবা বেসরকারিকরণের প্রতিবাদে আগরতলায় অনুষ্ঠিত হলো কনভেনশন। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে বামপন্থী শ্রমিক সংগঠন সি আই টি ইউ আয়োজিত এই কনভেনশনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সম্পাদক শংকর প্রসাদ দত্ত, সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস সহ বিভিন্ন সংগঠনের রাজ্য নেতৃত্ব। কনভেশনে বক্তব্য রাখতে গিয়ে সিআইটিইউ রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় সরকারের নীতির তীব্র সমালোচনা করে বক্তব্য রাখেন। মানিক দে বলেন, সভ্যতার বিকাশে অন্যতম প্রধান শর্ত হলো বিদ্যুৎ। বিদ্যুৎ বাদ দিয়ে কোন অবস্থাতেই সভ্যতার বিকাশ সম্ভব নয়। জীবনযাপনের ক্ষেত্রে বিদ্যুৎ কে বাদ দিয়ে এক ইঞ্চিও এগিয়ে যাওয়া সম্ভব না। বিকাশের ক্ষেত্রে সবদিক দিয়েই যুক্ত বিদ্যুৎ। আর এই বিদ্যুৎকেই বিভিন্ন কৌশলে বেসরকারির হাতে তুলে দেওয়া আছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

14 − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য