আগরতলার স্টেট আয়ুর্বেদিক হাসপাতাল কর্পক্ষের পক্ষ থেকে অগ্নি নির্বাপক দফতরের কাছে সম্প্রতি জানানো হয় যে এই হাসপাতালে ফায়ার সেফটি’র দিকটি দেখে কি কি ব্যবস্থা গ্রহণ করতে হবে এ সম্পর্কে অবগত করার জন্য। সে মোতাবেক শুক্রবার অগ্নি নির্বাপক দফতরের পক্ষ থেকে আয়ুর্বেদিক হাসপাতালে এসে প্রত্যেক কক্ষের মাপ ঝোঁক থেকে শুরু করে আনুষঙ্গিক বিভিন্ন প্রয়োজনীয় দিকের রেকর্ড করা হয়। এ সম্পর্কে এদিন অগ্নি নির্বাপক দফতরের জনৈক আধিকারিক এ বিষয়ে জানিয়ে বলেন তারা সব দিক খতিয়ে দেখে প্রয়োজনীয় দিকগুলো সম্পর্কে আয়ুর্বেদিক হাসপাতাল কর্তিপক্ষকে জানিয়ে দেবেন। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে পরবর্তীতে তাদের ফের অবগত করা হলে তারা সব দিক খতিয়ে দেখে তবেই ফায়ার সেফটি সংক্রান্ত ব্যাপারে ক্লিয়ারেন্স দেবেন। সচেতন মহল মনে করছে যে এর থেকে একটা দিক স্পষ্ট হচ্ছে যে এই হাসপাতালের ফায়ার সেফটির দিকটি আগে ছিল না। যদিও বর্তমান সময়ে এ দিকটি নিয়ে পদক্ষেপ গ্রহণ করেছে হাসপাতাল কর্তিপক্ষ। সুতরাং সার্বিক নিরাপত্তার দিক থেকে এই দিকটি যত দ্রুত সম্পন্ন করা যায় ততই মঙ্গল বলে মনে করা হচ্ছে বিভিন্ন মহলে।