রাজ্যের হাসপাতাল গুলিতে স্বাস্থ্যপরিসেবা স্বাভাবিক রাখতে নার্সের সংকট দূরীকরণের লক্ষ্যে রাজ্য সরকার বেশ কিছু সংখ্যক স্টাফ নার্স নিয়োগের সিদ্ধান্ত নেয়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী গত পয়লা জানুয়ারি অনুষ্ঠিত হয় স্টাফ নার্স নিয়োগের পরীক্ষা। ইতিমধ্যেই এই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এবার মৌখিক পরীক্ষার সম্মুখীন হয়। ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার থেকে আগরতলা আইজিএম হাসপাতালে শুরু হয় এই মৌখিক পরীক্ষা। যা চলবে আগামী দুই দিন। কিন্তু মৌখিক পরীক্ষার প্রথম দিনেই পরীক্ষা কেন্দ্রে লক্ষ্য করা গেল এক চরম অস্বস্তিকর পরিবেশ। কোন ধরনের নিয়ম-শৃঙ্খলা না থাকার কারনে পরীক্ষা দিতে আসা যুবক-যুবতীরা চরম নাজেহালের শিকার। প্রথম দিন প্রায় ৪০০ জন যুবক-যুবতী অংশ নেয় এই পরীক্ষায়। বিশাল সংখ্যক পরীক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজন ছিল সুশৃঙ্খল বজায় রাখা। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতি যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের নিয়ম-শৃংখলা নেই। আর এতে করেই নাজেহাল এর শিকার হতে হয় পরীক্ষা দিতে আসা যুবক যুবতীদের।