Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্যওবিসি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে সোচ্চার হল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি

ওবিসি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে সোচ্চার হল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি

ওবিসি সংরক্ষণ সহ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের মানুষের বিভিন্ন দাবিদাওয়াকে সামনে রেখে আবারো সোচ্চার হল গণমঞ্চ কেন্দ্রীয় কমিটি। তাদের দাবি সংবিধান মেনে রাজ্য বিধানসভায় ওবিসিদের জন্য সংরক্ষণ সংক্রান্ত বিল পেশ করা, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সহ এন আই টি কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান ও সংস্থায় ওবিসিদের জন্য ২৭ শতাংশ সংরক্ষণ, ওবিসি ছাত্র-ছাত্রীদের জন্য প্রতিটি জেলায় হোস্টেল নির্মাণ ইত্যাদি। এরকম ছয় দফা দাবিকে সামনে রেখে ওবিসি কল্যাণ দপ্তরের যুগ্ম অধিকর্তার নিকট বিগত দিন স্মারকলিপি পেশ করে গণমঞ্চ। প্রায় সাড়ে তিন মাস অতিক্রান্ত হওয়া সত্ত্বেও দপ্তর দাবিগুলি পূরণে কোনো পদক্ষেপ গ্রহণ করিনি। তাই এবার সংগঠন দারস্থ হল দপ্তরের অধিকর্তার। সোমবার গণমঞ্চের প্রতিনিধি দল ওবিসি কল্যাণ দপ্তরের অধিকর্তার সাথে মিলিত হয়ে ছয় দফা দাবি সনদ স্মারকলিপি তুলে দেন। পরে সংগঠনের নেতৃত্ব জানান এই ডেপুটেশনের পরেও দপ্তর প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে আগামীদিন বাধ্য হয়েই সংগঠন বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

17 − 12 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য