Sunday, December 22, 2024
বাড়িখবররাজ্য২৯৪ টি বিদ্যালয়ে আই সি এ টি প্রজেক্ট শুরু করা হবে -...

২৯৪ টি বিদ্যালয়ে আই সি এ টি প্রজেক্ট শুরু করা হবে – মুখ্যমন্ত্রী

ত্রিপুরা রাজ্যের ৬০৪ টি বিদ্যালয়ে আই সি এ টি প্রজেক্ট চলছে এবং আরও ২৯৪ টি বিদ্যালয়ে এই ধরনের প্রজেক্ট শুরু করা হবে। রাজ্যের ১০৬ টি বিদ্যালয়ে অটল টিংকারিং ল্যাবরেটরি স্থাপিত হয়েছে এবং আরও ১০০ টি বিদ্যালয়ে ল্যাবরেটরি স্থাপন করা হবে। সমগ্র শিক্ষায় বর্তমানে রাজ্যে ২৯৫ টি বিদ্যালয়ে বৃত্তি মূলক শিক্ষা চলছে। এই তথ্য প্রদান করে মুখ্যমন্ত্রী সাফ জানান সরকারের পক্ষে শিক্ষা ক্ষেত্রে যত ভাল সম্ভব সেটাই করে যাচ্ছে সরকার এবং আগামী দিনও করবে। সোমবার আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বুনিয়াদি শিক্ষা অধিকার কর্তিক আয়োজিত নিপুন ত্রিপুরা কার্যক্রমের অন্তর্গত টি এল এম একজিভিশন অনুষ্ঠানের উদ্বোধন করে একথা জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি এদিন জানান ২০২৩- ২৪ এর বাজেটে পি এম সি প্রক্লপে প্রতিটি ব্লকে একটি করে মডেল স্কুল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে বিদ্যালয় নির্মাণের জন্য প্রায় ৫০ কোটি টাকা খরচ করা হবে। তিনি এদিন উচ্চ শিক্ষার জন্য ছাত্র ছাত্রীদের ভর্তির ক্ষেত্রে ওয়েব পোর্টাল গঠনের কথা বলেন। তিনি জানান ২০২২-২৩ অর্থ বর্ষে প্রায় ১ লক্ষ ছাত্রীদের বাই সাইকেল দেওয়া হয়েছে। বাইসাইকেল প্রদান প্রক্রিয়া ২০২৩-২৪ এ ও চলবে বলে এদিন জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন নতুন একটি যোজনা হাতে নেওয়া হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিকে পাশ করা প্রথম ১০০ জন ছাত্রিকে বিনামুল্যে স্কুটি প্রদান করা হবে। মুখ্যমন্ত্রী এদিন জানান রাজ্য থেকে ইউ পি এস সি পরীক্ষায় প্রিলিম এ যে তিন জন উত্তীর্ণ হয়েছে তাদের প্রত্যেককে এক কালীন পাঁচ লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে। তিনি এদিন জানান রাজ্য সরকার চেষ্টা করছে সব রাজ্যের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। এর পাশাপাশি এই অনুষ্ঠানে শিক্ষা দফতর রাজ্যের ছাত্র ছাত্রীদের উৎকর্ষতা বৃদ্ধির জন্য যে সকল বিভিন্ন কার্যক্রম চালু করেছে তা তুলে ধরেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত টি এল এম একজিভিশন ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য আধিকারিকরা। পাশাপাশি এদিন বিজয়ীদের হাতে মানপত্র তুলে দেন তিনি। এই অনুষ্ঠানে এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দফতরের অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকরাও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য