খানিকটা দেরিতে হলেও অবশেষে ৬২ তম শিক্ষক দিবস উদযাপন করল ত্রিপুরা টেট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।রবিবার উমাকান্ত উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৬২তম শিক্ষক দিবসের শুভলগ্নে প্রথমবারের মতো রাজ্যের শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্যে গুণী শিক্ষকদের সম্বর্ধনা প্রদান করা হয়। অ্যাসোসিয়েশনের তরফে এদিন যে গুণী শিক্ষকদের সম্মাননা জানানো হয় তারা হলেন রাজ্যের প্রথিতযশা শিক্ষাবিদ ড. জগদীশ গণ চৌধুরী , ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী, রামকৃষ্ণ মঠ ও মিশনের পরিচালক বিশিষ্ট শিক্ষক পরেশ চক্রবর্তী , বিজয়কুমার উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনামিকা দেববর্মা এবং বিশিষ্ট শিক্ষাবিদ তথা নেতাজী সুভাষ বিদ্যানিকেতনের প্রাতঃ বিভাগের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌতম ধরকে। তাঁদের সংবর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। প্রথম পর্বে সংবর্ধনা জ্ঞাপনের পর অনুষ্ঠিত হয় এসোসিয়েশনের সাংগঠনিক আলোচনা সভা। আলোচনা সভায় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন নেতৃত্ব। তবে আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেল নিয়মিতকরণের বিষয়টি। এদিনের এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন যারা আজকে সংবর্ধিত হয়েছেন তারা রাজ্যের গুণী শিক্ষক। সমাজের শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে তাদের একটা ভূমিকা রয়েছে। তবে বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার একটা আমূল পরিবর্তন হয়েছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার নয়া শিক্ষা নীতি প্রণয়ন করেছে। রাজ্যেও এই নীতি কার্যকর করার প্রচেষ্টা চলছে।