এয়ারপোর্ট থানাধীন বেসরকারি পেপার কোম্পানি থেকে ভিন রাজ্যের এক পরিযায়ী শ্রমিকের মৃতদেহ উদ্ধার ।মৃত শ্রমিকের নাম পরেশ দাস। শুক্রবার সকালে রাজধানীর এয়ারপোর্ট থানার অন্তর্গত একটি বেসরকারি পেপার কোম্পানি পরেশ দাস নামে বহির রাজ্যের এই শ্রমিকের মৃতদেহটি উদ্ধার হয়। মৃত ব্যক্তির বাড়ি আসাম রাজ্যের কোকরাঝাড় এলাকায়। দীর্ঘদিন ধরেই কালিকা প্রেস প্রাইভেট লিমিটেড কোম্পানিতে পরেশ কাজ করতেন। মূলত বই ও খাতার বাইন্ডিং এর কাজ করতেন তিনি ।প্রতিদিনের মতো বৃহস্পতিবারও সকাল ৮ থেকে রাত ৮ টা পর্যন্ত কোম্পানিতে স্বাভাবিক কাজকর্ম করেন তিনি ।তার মধ্যে কোন অস্বাভাবিকতার লক্ষণ ছিল না ।অন্যান্য কর্মচারীরা কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রধান ফটকের তালা লাগিয়ে নিজ ঘরে খাওয়া দাওয়াও করেন তিনি ।শুক্রবার সকালে অন্যান্য শ্রমিকরা কাজে যোগ দিতে এলে লক্ষ্য করেন, কোম্পানির প্রধান ফটক ভেতর থেকে বন্ধ ।ভেতরে একাধিক লাইট জ্বলছে। অনেকক্ষণ ডাকাডাকি করেও তারা পরেশের কোন উত্তর পাচ্ছিল না ।পরে এক শ্রমিক প্রাচীর টপকে কোম্পানির ভেতরে প্রবেশ করেন এবং প্রধান ফটক খুলে দেন ।তখন অন্যান্য সব শ্রমিকরা এসে দেখতে পান পরেশের ঘরের দরজা খোলা এবং তিনি ঘুমিয়ে রয়েছেন। ডাকাডাকির পরেও উত্তর না মেলায় খটকা লাগে শ্রমিকদের ।তারা বিষয়টি এয়ারপোর্ট থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ।পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য দেহটি হাসপাতালের মর্গে পাঠায় ।এদিকে মৃতদেহ উদ্ধারের ঘটনা সম্পর্কে ধন্দ্বে রয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।