Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যযথাযথ মর্যাদায় রাজধানিতে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস তথা ওয়ার্ল্ড ফিজিওথেরাপিস্ট ডে

যথাযথ মর্যাদায় রাজধানিতে পালিত হল বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস তথা ওয়ার্ল্ড ফিজিওথেরাপিস্ট ডে

৮ই সেপ্টেম্বর দিনটিকে প্রতিবছর বিশ্ব ফিজিওথেরাপিস্ট দিবস তথা ওয়ার্ল্ড ফিজিওথেরাপিস্ট ডে হিসেবে পালন করা হয়। দিবসটি উপলক্ষে শুক্রবার আগরতলায় নানা অনুষ্ঠানের আয়োজন করে দ্যা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপি ত্রিপুরা শাখা। সকালে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন থেকে এক পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। সচেতনতামূলক এই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ। দুপুরে আগারতলা এ ডি নগরস্থিত পুলিশ লাইনে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে,দ্যা ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি সুবীর দেবনাথ, ডক্টর সুজিত রায়সহ অন্যান্য পুলিশ আধিকারিক। এদিনের এই শিবিরে পুলিশের বিভিন্ন স্তরের আধিকারিকদের পাশাপাশি সাধারণ মানুষের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এদিনের এই কর্মসূচি সম্পর্কে পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে বলেন, ১৯৫০ সাল থেকে এই দিনটি পালন করা শুরু হয়েছে। ফিজিওথেরাপি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এই শিবিরের আয়োজন করা হয়।দ্যা ইন্ডিয়ান ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশনের ত্রিপুরা শাখার সভাপতি সুবীর দেবনাথ বলেন প্রতিবছর এই বিশেষ দিবস উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। তার অংশ হিসেবে এদিনের এই শিবিরের আয়োজন করা হয়েছে। দিনটি সকল ফিজিওথেরাফিষ্টদের কাছে গর্বের একটি দিন বলেও বর্ণনা করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য