নেশার কারণে এবার নিজের ছেলের হাতেই এবার খুন হলেন জন্মদাতা পিতা। ছেলে নেশাগ্রস্থ অবস্থায় বাড়ি ফেরার জন্য জন্মদাতা পিতা ছেলেকে শাসন করতে গেলে, উল্টো ছেলের আক্রমণ গুরুতর আহত হন পিতা। পরে পুলিশের সহযোগিতায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়েন পিতা গোবিন্দ দাস। ঘটনাটি ঘটে গত বুধবার দিন রাতে বোধজংনগর থানাধীন পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায়। ছেলে সন্তোষের আক্রমণে পিতা গোবিন্দ দাস গুরুতর আহত হয়ে পড়লে পুলিশের সহযোগিতায় পরিবারের অন্যান্যরা তাকে জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকদের যাবতীয় চেষ্টা বিফলের দিকে ঠেলে দিয়ে বৃহস্পতিবার মাঝরাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোবিন্দ দাস। শুক্রবার দুপুরে মৃতদেহ ময়না তদন্তের শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। নেশাগ্রস্ত ছেলের আক্রমণে জন্মদাতা পিতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা হাসপাতাল চত্বর সহ পশ্চিম নোয়াবাদী দেবরাম ঠাকুরপাড়া এলাকায় চাঞ্চল্য দেখা দেয়। এদিকে বাবার মৃত্যুর খবর পেয়ে পালিয়ে যায় অভিযুক্ত ছেলে সন্তোষ দাস।