বক্সনগর ও ধনপুরে উৎসবের মেজাজেই কি ভাবে তা সত্যিকারের অর্থে করতে হয় তা সেখানকার ভোট দাতারা করে দেখিয়েছেন। দেশের প্রধানমন্ত্রী রাজনীতির যে পরিভাষা পরিবর্তন করেছেন ত্রিপুরায় ও সে ভাবে পরিবর্তন করা হয়েছে। আগামী দিনও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হবে। নির্বাচন যাবে। কিন্তু কোন জায়গার মধ্যে যাতে গণতন্ত্রের কোন রকম পরিবেশ নষ্ট না হয় সে দিকে নজর রাখা হবে। আগরতলা প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা।এদিন তিনি বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচনে বিজেপি দলের জয়ী প্রার্থী তফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথকে দলের তরফে অভিনন্দন জানিয়ে বক্সনগর ও ধনপুরের গন দেবতাদের ধন্যবাদ জানান। পাশাপাশি দলের সকল কার্যকরতাদের এবং দলের সর্ব ভারতীয় নেতৃত্বকে ধন্যবাদ জানান। নির্বাচনের কাজে যুক্ত সকলকেও এদিন ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রী এদিন বলেন গণতন্ত্রের মাধ্যমে কি ভাবে নির্বাচন করা যায় এটা সেখানকার জনগণ দেখিয়েছেন।সাড়া দেশ এমন কি রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্র এ থেকে দেখে শিখবে বলে উল্লেখ করেন তিনি। ডাঃ মানিক সাহা জানান প্রধানমন্ত্রীর মার্গ দর্শনকে সামনে রেখে এই নির্বাচন তারা লড়েছেন। এই ডাবল ইঞ্জিনের সরকার উন্নয়নের বিষয়কে সামনে রেখে এগিয়ে যাচ্ছে। আর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার এবং ডাঃ মানিক সাহার নেতৃত্বে রাজ্য সরকার জনগণের উন্নয়নের জন্য যে কাজ করছে তা নিয়ে তারা জনগণের কাছে গিয়েছেন। মুখ্যমন্ত্রী সাফ বলেন এতদিন ধরে সংখ্যালঘু সম্প্রদায়ের জনগণকে নিয়ে যে এপিসমেন্টের রাজনীতি করে আসা হয়েছিল এই উপনির্বাচনে তা প্রমান করে দিল বক্সনগরবাসী। এতদিন ধরে ডিভাইড এন্ড রুলের যে রাজনীতি করে আসা হয়েছিল, বিশেষ এক শ্রেনিকে পৃথক করে ভোট বাক্সে পরিণত করা, এর বিরুদ্ধে নতুন একটা সুচনা এখন ত্রিপুরাতে হল। সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াসে সংখ্যালঘু এবং জনজাতি প্রত্যেকে বিশ্বাস করে শাসক দলের দুই প্রার্থীকে জয়ী করেছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন ত্রিপুরাতে নির্বাচন মানে একটা আতংক। কোন অবস্থায় অস্থিরতা এবং কোন ধরনের এবনর্মাল পরিস্থিতি করে কোন নির্বাচন শাসক দল লড়বে না। গনতন্ত্রের মাধ্যমে তারা লড়তে চায়। ২০২৩ শে সে ভাবেই দলের কার্যকরতা কাজ করেছে। জনগণও সে ভাবে তাদের আশীর্বাদ করেছে। বিরোধীরা বার বার গণতন্ত্র নেই বললেও সিপাহিজলার মত জায়গায় এত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হতে পারে তা শাসক দল প্রতিষ্ঠিত করেছে। এদিন সাংবাদিক সম্মেলনে প্রদেশ বিজেপি সভাপতি জানান এই নির্বাচনে বক্সনগরে বিজেপি প্রার্থী তফাজ্জল হুসেন পেয়েছেন ৩৪ হাজার ১৪৬ ভোট। তার জয়ের ব্যবধান হল ৩০ হাজার ২৩৭। অপর দিকে ধনপুরে বিজেপি প্রাথি বিন্দু দেবনাথ পেয়েছেন ৩০ হাজার ১৭ টি ভোট। তার জয়ের ব্যবধান হল ১৮ হাজার ৮৭১। উভয় কেন্দ্রে জয়ী প্রার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি এই দুই কেন্দ্রে গন দেবতাদেরও ধন্যবাদ জানান। এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন বক্সনগর এবং ধনপুরে উপনির্বাচনে বিজেপি দলের জয়ী প্রার্থী তফাজ্জল হোসেন ও বিন্দু দেবনাথ , উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন, সহ আরো অন্যান্যরা।