সারা দেশের সাথে রাজ্যেও যথাযথ মর্যাদায় ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হচ্ছে। বিভিন্ন মন্দির আশ্রমসহ বিভিন্ন ধর্মীয় স্থানে এই দিনটি পালিত হয়েছে ধর্মীয় নিয়ম নীতি মেনে। এরই অঙ্গ হিসাবে বিবেকনগরস্থিত রামকৃষ্ণ মঠ গকুলধামে দিনটি পালিত হল “গু পূজনের” মধ্য দিয়ে। এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে মিশনের মহারাজরা রাজ্যবাসীর মঙ্গল কামনা ও বিশ্ব শান্তির প্রার্থনা করেন। এদিনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আশ্রমের অনুরাগীরাসহ এলাকার ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।