Monday, December 23, 2024
বাড়িখবররাজ্যগোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ অবৈধ নেশা সামগ্রী। একই...

গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে উদ্ধার প্রচুর পরিমাণ অবৈধ নেশা সামগ্রী। একই সাথে আটক নেশা কারবারিও

নেশার সাগরে ভাসছে গোটা রাজ্য। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে অত্যন্ত এলাকায় চলছে রমরমা নেশার কারবার। আর এই নেশায় আসক্ত হয়ে ধ্বংসের মুখে রাজ্যের যুবসমাজ। যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল থেকে শুরু করে সচেতন নাগরিকরা। কিছুতেই যেন পুলিশ প্রশাসন নেশার এই রমরমা কারবার বন্ধ করতে পারছে না। তবে মাঝেমধ্যে পুলিশ অভিযান চালিয়ে নেশা সামগ্রী সহ নেশা কারবারিদের আটক করতে সক্ষম হলেও, বিষাক্ত এই নেশার মূল পান্ডাদের জালে তুলতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে উঠছে প্রশ্ন। এর মধ্যে পুলিশ বুধবার গভীর রাতে গোপন সূত্রের ভিত্তিতে আগরতলা শহরতলী মধ্য চারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণ অবৈধ নেশা সামগ্রী। একই সাথে নগদ অর্থসহ পুলিশ আটক করে এক নেশা কারবারিকে। ধৃত নেশা কারবারীর নাম মিলন মিয়া। পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমার ও নিশ্চিন্তপুর বিএসএফ ৪২ নং বিওপির যৌথ উদ্যোগে এদিন পুলিশ অভিযান চালায় মধ্য চারিপাড়া এলাকার মিলন মিয়ার বাড়িতে। অভিযানকালে মিলনের বাড়ি থেকে বিপুল পরিমাণে হিরোইন, ইয়াবা ট্যাবলেট ও খালি কৌটাসহ নগদ অর্থ উদ্ধার করে। উদ্ধারকৃত নেশা সামগ্রীর মধ্যে রয়েছে হিরোইন ৬২ গ্রাম, ৯০০ ইয়াবা ট্যাবলেট, পাঁচ হাজার খালি কৌটা ও নগদ ৫০০০ টাকা। অভিযানে পশ্চিম জেলার পুলিশ সুপার ছাড়াও ছিলেন আমতলী থানার এসডিপিও আশীষ দাসগুপ্ত ওসি রঞ্জিত দেবনাথ সহ অন্যান্য পুলিশ কর্মীরা। বৃহস্পতিবার ধৃত নেশা কারবারিকে পুলিশী রিমান্ড চেয়ে আদালতে তুলে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eleven − three =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য