Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যই ভি এম সহ ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে...

ই ভি এম সহ ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিলেন ভোট কর্মীরা

আর মাত্র অল্প সময়। বহু প্রতিক্ষিত রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র ধনপুর এবং বক্সনগর। এই দুটি কেন্দ্রে ৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ। ইতিমধ্যেই এই দুই কেন্দ্রে ভোট গ্রহণের জন্য ভোট কর্মীরা ই ভি এম সহ ভোট সামগ্রী নিয়ে নিজ নিজ ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দিয়েছেন। ভোট গ্রহণকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তাও বেশ আটসাটো করা হয়েছে। এই দিকটি সরেজমিনে সোমবার দেখার জন্য সিপাহিজলা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার জানান পোলিং পার্টি রওনা দিয়ে দিয়েছেন। নিরাপত্তা ব্যবস্থাও বেশ আটসাট। পোলিং ষ্টেশনেও সব প্রস্তুতি হয়ে গেছে। তিনি আশা প্রকাশ করেন এই উপভোট বেশ শান্তিপূর্ণ হবে এবং অনেক বেশি সংখ্যক ভোটার এতে অংশ গ্রহণ করবেন। ভোট গ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে চলবে বিকেল চারটা পর্যন্ত। ভোটারদের ভোট দানের ক্ষেত্রে কোন সমস্যা দেখা দিলে ১৯৫০ তে ফোন করে অভিযোগ জানাতে পারবে। এ ছাড়া সকল সেক্টর অফিসার এবং সব রাজনৈতিক দলগুলোকে ফোন নম্বর দেওয়া হয়েছে বলে জানান তিনি।এদিকে এই উপভোটে মহিলাদের দ্বারাও ভোট গ্রহণ করা হবে। মহিলাদের দ্বারা পরিচালিত ভোট গ্রহণ কেন্দ্রও রয়েছে। সেই কেন্দ্র গুলোর জন্য মহিলা ভোট কর্মীরাও ই ভি এম ও ভোট গ্রহণ সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রে রওনা দেবার জন্য প্রস্তুত। এ বিষয়টি নিয়ে ভোট গ্রহণকারি মহিলা কর্মীরা জানান তারা প্রথমবারের মত ভোট গ্রহণ করতে যাচ্ছেন। আর এর জন্য তারা খুবই খুশি। প্রসঙ্গত এই দুই কেন্দ্রে উপভোট নিয়ে মুল লড়াই হচ্ছে শাসক দল বিজেপি এবং সি পি আই এমের মধ্যে। কংগ্রেস এবং তিপ্রা মথা দল এই নির্বাচনে তাদের দলীয় কোন প্রার্থী দেয় নি। সুতরাং বিভিন্ন মহলের নজর এখন এই দুই কেন্দ্রের ভোটের দিকে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 14 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য