গতকাল সন্ধ্যায় ত্রিপুরাইনফো-এর লিচুবাগানস্থিত অফিসে কয়েকজন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ত্রিপুরাইনফো-এর ‘ত্রিপুরা ইয়ার বুক ২০২৪’ বইটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয়েছে। বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেছেন হরিদ্বার শান্তিকুঞ্জ থেকে আগত গায়ত্রী পরিবারের উত্তর পূর্বাঞ্চলের প্রধান সমন্বয়কারী তথা হরিদ্বার- এর দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক এবং ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন সেনা অফিসার এম কে শর্মা। অতিথিদের ধূপ, দ্বীপের আলো এবং রাখি দিয়ে আনুষ্ঠানিক ভাবে বরন করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ‘ত্রিপুরা ইয়ার বুক ২০২৪ বইটি উদ্বোধন করে শ্রী শর্মা বলেন, একটি রাজ্যের অতীত ইতিহাস ও বর্তমান বিষয়ের উপর সর্বশেষ তথ্যের নিরিখে সংঙ্কলিত এমন বই রাজ্যের প্রতিটি লোকের প্রয়োজনে আসবে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বইটির সম্পাদক ও ত্রিপুরাইনফো এমডি জয়ন্ত দেবনাথ, সঙ্গীত নাটক অ্যাকাডেমি ত্রিপুরার প্রধান হরিনাথ ঝা, এনআইটি আগরতলার ছাত্র কল্যাণ বিভাগের প্রধান অধ্যাপক এসএন রাই, জাতীয় সড়ক নির্মাণ কর্তৃপক্ষের ডেপুটি জেনারেল ম্যানেজার আর কে সিং, অ্যাডভোকেট মধুমিতা ভট্টাচার্য এবং ত্রিপুরাইনফো এবং গায়ত্রী পরিবারের একাধিক সুহৃদ ও সদস্য।ত্রিপুরাইনফো-এর এমডি জয়ন্ত দেবনাথ জানিয়েছেন যে, ত্রিপুরাইনফো ডটকম কর্তৃক প্রকাশিত ত্রিপুরা ইয়ার বুক ২০২৪ – এ বেশ কয়েকটি নতুন অধ্যায় এবং প্রচুর নতুন তথ্য সংযুক্ত করা হয়েছে। বিচারপতি (অব.) এসসি দাস, স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ অভিজিৎ ভট্টাচার্য, সিনিয়র সাংবাদিক এবং ত্রিপুরাইনফো- এর প্রধান সম্পাদক শেখর দত্ত বইটির দশম সংস্করণটি প্রকাশে বিশেষভাবে সহায়তা করেছেন। বইটির লেখক শ্রী দেবনাথ জানান, ত্রিপুরাইনফো-র অফিস ছাড়াও রাজধানী আগরতলা শহরের বিখ্যাত সব বইয়ের স্টলে বইটি পাওয়া যাবে।