Thursday, January 23, 2025
বাড়িখবররাজ্যআগরতলার জিবি হাসপাতালের সিটি স্ক্যান বিকল

আগরতলার জিবি হাসপাতালের সিটি স্ক্যান বিকল

রাজ্যের অন্যতম প্রধান সরকারি হাসপাতাল হল রাজধানী আগরতলার জিবি হাসপাতাল। সেখানে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ ছুটে যায় উন্নত চিকিৎসা পরিষেবার লক্ষ্যে। রাজ্য সরকার স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে কাজ করে চললেও বহু হাসপাতালে রয়েছে পরিকাঠামগত নানা সমস্যা। খোদ রাজধানী আগরতলা জিবি হাসপাতালেও রয়েছে বহুবিধ সমস্যা। হাসপাতাল কর্তৃপক্ষ যখন নিজেদের সাফল্যের কথা জনসম্মুখে তুলে ধরার জন্য সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হন, ঠিক তখন তাদের মুখ থেকেও শোনা যায় নানা সমস্যার কথা। আর এই সমস্যার কারণে চরম দুর্ভোগে পড়তে হয় চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাদের পরিজনদের। এর মধ্যেই গত চার দিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে জিবি হাসপাতালের সিটি স্ক্যান। তাও আবার একটি নয়। হাসপাতালে থাকা দু দুটি সিটি স্ক্যানই বিকল। অথচ হেলদোল নেই কর্তৃপক্ষের। দুটি সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে থাকায় স্বাভাবিকভাবেই দুর্ভোগে পড়ছেন রোগীসহ তার পরিজনরা। শুধু তাই নয় এতে করে ব্যাহত হচ্ছে চিকিৎসা পরিষেবা। টানা চার দিন ধরে গুরুত্বপূর্ণ দুটি মেশিন বিকল, অথচ কর্তৃপক্ষ নীরব ভূমিকায় অবতীর্ণ। যা কোন অবস্থাতেই যেন মেনে নিতে পারছেন না রোগীর পরিজনরা। ফলে স্বাভাবিকভাবেই ক্ষোভে ফুঁসছেন রোগী ও তার পরিজনরা। যার বহিঃপ্রকাশ ঘটালো আশঙ্কা করছেন কেউ কেউ। তাই দাবি উঠছে অবিলম্বে যুদ্ধকালীন তৎপরতায় জিবি হাসপাতালের দুটি সিটি স্কিন মেশিন সারাই করে ব্যবহারের যোগ্য করে তোলার। এখন দেখার বিষয় সংবাদের জেরে কতটুকু টনক নড়ে হাসপাতাল কর্তৃপক্ষের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য