আগামী ১৭ ই সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী ৭৩ তম জন্মদিন। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এবারো রাজ্যে অনুষ্ঠিত হবে শাসক দল বিজেপির উদ্যোগে নানা কর্মসূচি। তবে প্রধানমন্ত্রী জন্মদিনে এবার ব্যতিক্রমী কর্মসূচি আয়োজন করতে চলেছে কুমারঘাট বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস। ১৭ ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিন কুমারঘাট পূর্ত দপ্তরের ময়দানে অনুষ্ঠিত হবে নববিকাশ উৎসব। সারাদিন ব্যাপী আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়াও উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সহ কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি মন্ত্রীরা। মঙ্গলবার আগরতলায় বিধায়ক আবাসনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। শ্রীদাস এদিন আরো জানান যোগাসন দিয়ে শুরু হবে সারাদিনের কর্মসূচি। তবে এই উৎসবে সবচেয়ে বেশি আকর্ষণ হল দেশের সবকটি রাজ্য থেকে আসতে যাওয়া শিল্পীরা সেই রাজ্যের কৃষ্টি সংস্কৃতি তুলে ধরবেন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। যা রাজ্যের ইতিহাসে প্রথম। এছাড়াও পশ্চিমবঙ্গের দুজন খ্যাতনামা শিল্পী রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। তাই নবব বিকাশ উৎসবে অংশ নেওয়ার জন্য রাজ্যের প্রতিটি নাগরিকের কাছে আহ্বান রাখেন তিনি।