নেশার বিরুদ্ধে রাজ্য পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত। প্রায় প্রতিদিনই পুলিশ রাজ্যের কোন না কোন এলাকায় অভিযান চালিয়ে বাজেয়াপ্ত করছে বিভিন্ন ধরনের নেশা সামগ্রী। একই সাথে পুলিশ আটক করতে সক্ষম হচ্ছে নেশা কারবারিদেরও। এবার এমনই এক অভিযানে সাফল্য পেল এয়ারপোর্ট থানার পুলিশ। সোমবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ সীমান্তবর্তী ভাগলপুরের উত্তর বগাদি এলাকায় প্রীতম বিশ্বাসের বাড়িতে অভিযান চালায়। আর এই অভিযানে পুলিশ এদিন শ্রীবিশ্বাসের বাড়ি থেকে বাজেয়াপ্ত করে ৮৭ কেজি গাঁজা। যার বাজার মূল্য আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকা। একই সাথে পুলিশ এদিন আটক করতে সক্ষম হলো গাঁজা কারবারি প্রীতম বিশ্বাসকে। মঙ্গলবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মুখোমুখি হয়ে এই সংবাদ জানান এসডিপিও পারমিতা পান্ডে। তিনি আরো জানান এদিনই পুলিশ ধৃত ব্যক্তিকে পুলিশি রিমান্ডে চেয়ে আদালতে তুলে।