Sunday, September 8, 2024
বাড়িখবররাজ্যপাচারকারী সন্দেহে বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ২১ বছরের...

পাচারকারী সন্দেহে বিএসএফের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়ে জিবি হাসপাতালে চিকিৎসাধীন ২১ বছরের এক যুবক

সীমান্ত এলাকায় পাচার বাণিজ্যকে ঘিরে সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের গুলিকাণ্ড। আর এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক নিরীহ যুবক। ঘটনার বিবরণে জানা যায় রবিবার গভীর রাতে সোনামুড়া এলাকায় বিএসএফের গুলিতে গুরুতর আহত হন ফারুক মিয়া নামে এক যুবক। পাচারকারী সন্দেহে চালালে বিএসএফ গুলি চালালে আহত হন এই যুবক। পরে রাতেই স্থানীয়রা গুলিবিদ্ধ জীবনকে সুনামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে জিবি হাসপাতালে হস্তান্তর করা হয়। বর্তমানে জিবিতেই চলছে ফারুকের চিকিৎসা। ঘটনা প্রসঙ্গে আহত যুবক জানান রবিবার রাতে বন্ধুদের সঙ্গে বাড়ির সামনে বসে মোবাইল দেখছিলেন সে। এমন সময় কিছু পাচারকারী জিনিসপত্র নিয়ে যাচ্ছিল রাস্তা দিয়ে। তখন বিএসএফ জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আর বিএসএফের ছোড়া গুলি  গিয়ে লাগে ফারুক মিয়া নামে ওই যুবকের হাতে। এতেই রক্তাক্ত হন ফারুক মিয়া। পরে তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালের রেফার করা হয় বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন সোমবার দুপুর  সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একথা জানান আহত যুবক ফারুক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

three × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য