জানা যায় শানমুড়া এলাকার এক মহিলার নাবালক ছেলে সহ তিন নাবালক মিলে নেশা করার জন্য এলাকার একটি দোকান থেকে টাকা চুরি করে। চুরি কাণ্ডের পর স্থানীয় একাংশ অতি উৎসাহী লোক বিষয়টির তদন্ত করে তিন নাবালককে এলাকা থেকেই আটক করে। পরবর্তী সময়ে দুই নাবালককে ছেড়ে দেন এলাকাবাসী। চুরি কাণ্ডের পর এলাকার মাতাব্বররা রবিবার রাতে স্থানীয় একটি জায়গাতে সালিশি সভার নামে ডেকে আনা হয় এক অভিযুক্ত নাবালক ও তার মাকে। সভায় মাতব্বরদের উপস্থিতিতেই এলাকার যুবকরা একত্র হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে চুরি করা টাকা ওই যুবককে ফেরত দিতে হবে। মাতব্বরদের এই সিদ্ধান্ত নাবালকের মা রাজি হবার পরেও যুবকরা নেশাগ্রস্ত অবস্থায় নাবালক ছেলেটিকে বেধরক মারধর করে তার মাথার চুল কেটে দেয়। যুবকদের এধরনের অত্যাচারে নাবালকটির মা বাধা দিলে যুবকরা নাবালক ছেলেটির মাকেও বিবস্ত্র করে বেধরক মারধর করে বলে অভিযোগ। নেশাগ্রস্ত অবস্থায় যুবকদের আক্রমণে মা ও ছেলে গুরুতর আহত হয়ে পড়েন। তাদেরকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ।পরে পুলিশ গুরুতর আহত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। সোমবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আক্রান্ত মহিলা ঘটনার সম্পূর্ণ বিবরণ তুলে ধরে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।



