Friday, July 4, 2025
বাড়িখবররাজ্যনেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য উত্তর জেলা পুলিশের

নেশা বিরোধী অভিযানে বিরাট সাফল্য উত্তর জেলা পুলিশের

জানা যায় সোমবার সকালে অসম থেকে একটি সুমো গাড়ি ত্রিপুরায় প্রবেশের সময় চুড়াইবাড়ি পুলিশের নাকা পয়েন্টে আসতেই পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তী এবং ওসি সমরেশ দাসের নেতৃত্বে গাড়িটি আটক করে এবং তল্লাশি করতেই এই বিপুল পরিমাণ হেরোইন বেরিয়ে আসে গাড়ির ছাদের ভেতর থেকে। ১০০টি সাবানের বাক্সে মোট এক কেজি তিনশো গ্রাম অবৈধ হেরোইন ছিল। যার কালোবাজারি মূল্য দশ কোটি টাকা বলে জানান পুলিশ সুপার। এদিকে গাড়ির চালকসহ আরো দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত ত্রয়ীর নাম আব্দুল আলী পিতা আব্দুল লতিফ, বাড়ি সিপাহীজলা জেলার রহিমপুর এলাকায়। সমর কৃষ্ণ দাস পিতা মানিক দাস বাড়ি একই জেলার মধ্য বক্সনগর এবং প্রসেনজিৎ দাস পিতা তপন দাস বাড়ি বালুয়াচর। তাদের পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে এনডিপিএস আইনে মামলা রুজু করে গারদে রেখেছে।এদিনই আটক তিন নেশা কারবারিকে রিমান্ড চেয়ে জেলা আদালতে সোপর্দ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য