Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যচলে গেলেন প্রতিভাবান সাংবাদিক আব্দুল সাত্তার, শোকের ছায়া সাংবাদিক মহলে

চলে গেলেন প্রতিভাবান সাংবাদিক আব্দুল সাত্তার, শোকের ছায়া সাংবাদিক মহলে

প্রতিভাবান সাংবাদিক আব্দুল সাত্তারের অকাল প্রয়ানে গভীর শোক প্রকাশ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। তিনি এই ঘটনায় শোক প্রকাশ করে প্রয়াত সাংবাদিকের পরিবার পরিজনের প্রতিও সমবেদনা জানান। প্রসঙ্গত প্রায় দেড় বছর রোগ-ভোগের পর রবিবার সকাল প্রায় ৮.২০ মিনিটে সোনামুড়া শহরের নিজ বাসভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সোনামুড়া প্রেস ক্লাবের অন্যতম সদস্য আব্দুল সাত্তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৭ বছর। ২০০৬ সালে রাজ্যের প্রথম সারির সংবাদ মাধ্যমে কাজ করার মধ্যে দিয়েই সাংবাদিকতা শুরু করেন তিনি। অসুস্থ হওয়ার আগ পর্যন্ত প্রায় ১৬ বছর সুনামের সাথে এই কাজ করে গেছেন আব্দুল সাত্তার । অন্যান্য খবরের পাশাপাশি তার লেখনীতে বারবারই স্থান পেয়েছে সমাজের প্রান্তিক পর্যায়ে থাকা নিপীড়িত মানুষের কথা। মৃত্যুকালে তিনি রেখে গেছেন ২ পুত্র ,স্ত্রী ৪ ভাই ১ বোন সহ অসংখ্য আত্মীয় পরিজন ও গুণমুগ্ধকে। তার ছোট সন্তান সাজায়েব ফিরহাজের বয়স মাত্র ১ বছর ১ মাস। বড় ছেলের বয়স ১১ বছর। মৃত্যুর পর তার দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর গ্রামের তার পৈতৃক বাড়িতে। সেখানে গিয়ে ফুলমালা দিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান সোনামুড়া প্রেস ক্লাবের সম্পাদক অভিজিৎ বর্ধন ,সভাপতি বিপ্লব চক্রবর্তী, সমেত প্রেস ক্লাবের সমস্ত সদস্য ও সাংবাদিকরা। প্রেস ক্লাবের তরফ থেকে সমবেদনা জানানো হয় তার স্ত্রী নাসরিন আক্তার লিজা সহ পরিবার পরিজনদের । ৫ ভাই ১ বোনের মধ্যে আব্দুল সত্তারই ছিলেন সবার ছোট। তার বাবা প্রায়ত আবদুল করিম ও মা প্রায়ত করফুলের নেসা।বিকেল ৫ টায় দুর্গাপুর গ্রামের পারিবারিক কবরের স্থানে ইসলামিক রীতি মেনে মা ও বাবার কবরের পাশেই আব্দুল সাত্তারকে দাফন করা হয়। ঘটনায় সোনামুড়া প্রেস ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে এবং পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তার স্মৃতির প্রতি জানাচ্ছে গভীর শ্রদ্ধা। সাংবাদিক আব্দুল সাত্তারের প্রায়নের মধ্য দিয়ে শুধু সোনামুড়া বা সিপাহীজলা জেলা নয় , গোটা রাজ্যের সংবাদ জগতের অপূরণীয় ক্ষতি হয়েছে বলেই মনে করছে সোনামুড়া প্রেস ক্লাব। এদিন প্রয়াতের বাড়িতে সিপাহীজলা জেলার সভাধিপতি, সুপ্রিয়া দাস দত্ত, মহাশয়া এবং জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্য মহাশয় , উপস্থিত হয়ে তার প্রতিকৃতিতে মাল্যদান এবং পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান। তিনি ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশনেরও সদস্য ছিলেন। রবিবার এক প্রেস বার্তায় ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুনীল দেবনাথ জানান আব্দুল সাত্তারের অকাল প্রয়াণে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন গভীর ভাবে শোকাহত।অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটি সহ বিভিন্ন জেলা ও মহকুমা কমিটি র পক্ষ থেকেও প্রয়াতের পরিবার পরিজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য