ওল্ড ন্যাশনাল ক্লাবের উদ্যোগে রবিবার আগরতলার লিচু বাগানে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্জোলন করে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা: মানিক সাহা, এই দিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্য প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস সহ অন্যান্যরা। রক্তদান শিবির পরিদর্শন করে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন আগে পুরানো ব্লাড দেওয়া হতো, এখন সেপারেট করার সুবিধা আছে কারোর wbc এর প্রয়োজন তাহলে wbc দিচ্ছে। কারণ আরবিসির দরকার আবার কারোর প্লেনেটের দরকার, প্লেনেট আলাদাভাবে দেওয়া যায়। রক্ত দেওয়ার সম্পর্কে অনেক বিভ্রান্তি আছে বরং রক্ত দেওয়া শরীরের জন্য খুবই ভালো, রক্ত দেওয়ার সময় তার নিজের শরীরের পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় যে শরীরে অন্য কোন রোগ আক্রান্ত কিনা। পাশাপাশি তিনি আরো বলেন এবার বাজেটে রাজ্য সরকার স্বাস্থ্য খাতের জন্য ৫৯ কোটি টাকা রেখেছে ২০২৩ – ২৪ অর্থবছরের জন্য, রাজ্য সরকার চাইছে রাজ্যের জনগণ যাতে স্বাস্থ্যের দিক দিয়ে কোন ধরনের অসুবিধা না হয় তার জন্য সর্বদা কাজ করে যাচ্ছে। রক্তদানের মতন মহতী কর্মসূচিতে সকল অংশের জনগণকে এগিয়ে আসার আহ্বান রাখেন উনার বক্তব্যের মধ্য দিয়ে। এদিনের রক্তদান শিবিরকে কেন্দ্র করে রক্তদাতাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।



