Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যশিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার - রাধাচরণ

শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীদের ঐক্যবদ্ধ হওয়া দরকার – রাধাচরণ

উদযাপিত হল উপজাতি ছাত্র ইউনিয়নের ৪৬ তম প্রতিষ্ঠা দিবস। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এবছর তাদের মূল স্লোগান ছিল শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, ভারতবর্ষ বাঁচাও। প্রতিষ্ঠা দিবসের অঙ্গ হিসেবে রবিবার আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে অনুষ্ঠিত হলো এক আলোচনা সভা। এদিনের এই আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে রাধা চরণ দেববর্মা রাজ্যের বর্তমান শিক্ষা ব্যবস্থার চিত্র তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন গত ছয় বছরের রাজ্যের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকা গুলিতে শিক্ষার হাল খুবই করুন। বিচার করলে বুঝা যায় রাজ্যের শিক্ষার হাল কোন দিকে। তাই বেহাল শিক্ষার হাল কাটিয়ে শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্র-ছাত্রীদের আরো বেশি করে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প নেই বলে অভিমত ব্যাক্ত করেন তিনি। এদিনের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলি, টি এস ইউর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

18 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য