Monday, January 12, 2026
বাড়িখবররাজ্যবর্তমান সরকারের সময়ে কোন আন্দোলন করতে হয় না - টিংকু

বর্তমান সরকারের সময়ে কোন আন্দোলন করতে হয় না – টিংকু

রাজ্য সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে। এই মন্ত্রে সবার কথা বলা হয়েছে। প্রতিবন্ধীদের জন্য এর মধ্যেই কেন্দ্র ও রাজ্য সরকার অনেক কাজ করেছে। সরকারটা যে ভাবনা নিয়ে কাজ করছে তা হলো সবার মঙ্গল। রবিবার আগরতলা প্রেস ক্লাবে অল ত্রিপুরা ব্লাইন্ড কমিটির কেন্দ্রীয় জোনের সপ্তদশতম দ্বিবার্ষিকী রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এদিনের মন্ত্রী টিংকু রায় ছাড়াও ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ আরো অনেকে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য সভাপতি ব্রজহরি দেবনাথ। রাজ্যের প্রতিবন্ধীরা নানা সমস্যার সম্মুখীন। তাই সমস্যাগুলি সমাধানের জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার লক্ষ্যে এদিন বেশ কয়েকটি দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় মন্ত্রীদের হাতে। সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন উপস্থিত অতিথিরা , তাছাড়া এদিনের অনুষ্ঠানের মধ্য দিয়ে এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্যের সাথে উত্তীর্ণ ব্লাইন্ড ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় । এদিন মন্ত্রী টিংকু রায় আরো বলেন এই সরকারের সময়ে কোন আন্দোলন করতে হয় না। আন্দোলন ছাড়াই প্রত্যেককে স্বাস্থ্য বীমার আওতায় নিয়ে আসার জন্য বাজেটে টাকা রাখা হয়েছে। শুধু স্বাস্থ্য নয় আবাস পানীয় জল থেকে শুরু করে আরো বিভিন্ন দিক দিয়ে কাজ করছে বর্তমান সরকার।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছাত্র ছাত্রী ও সংগঠনের কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

2 + 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য