দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে সারা দেশ জুরে বছর ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে স্বাধীনতা দিবসের প্রাক লগ্নে রাজ্যে মেরি মিট্টি মেরা দেশ কর্মসূচি পালন করা হচ্ছে।এই কর্মসূচি পালনের অঙ্গ হিসেবে বুধবার আগরতলা পুর নিগমের ৩১ নম্বর ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আগরতলার মহাত্মা গান্ধী মেমোরিয়াল দ্বাদশ শ্রেনি বিদ্যালয়ের এন এস এস ইউনিটের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে এ দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার। তিনি এ সম্পর্কে জানান যে এদিন সারা রাজ্যে সব কটি জেলা, মহকুমা, ব্লকের সাথে সাথে আগরতলা পুর নিগমের উদ্যোগেও বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচি পালন করা হচ্ছে। এরই অঙ্গ হিসেবে এই ওয়ার্ডে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়। এর মুল উদ্দেশ্য হল জনগণের মধ্যে জাতিয়তাবোধ ও দেশের প্রতি ভাবনা জাগ্রত করা। পাশাপাশি বিগত বছরের ন্যায় এ বছরও হর ঘর তিরংগা কর্মসূচি পালিত হবে সরকারি এবং বেসরকারি সব জায়গায়। এর সাথে আমার মাটি আমার দেশ এই কর্মসূচি যার অঙ্গ হিসেবে এদিন এই ৩১ নম্বর ওয়ার্ডের আদর্শ পল্লীতে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন এই অনুষ্ঠানে এলাকার কর্পোরেটর সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।



