পরাধীন ভারতে দেশের মাটি থেকে ইংরেজদের উৎখাত করার জন্য ৯-ই আগস্ট দিনটিতে ভারত ছাড়ো আন্দোলনে ডাক দিয়েছিলেন গান্ধীজি। যে আন্দোলনের ফলস্বরপ দেশ স্বাধীনতা অর্জন করে। এরপর থেকেই আগস্ট দিনটিকে ভারতছাড়ো আন্দোলন দিবস হিসেবে পালিত হয়ে আসছে। প্রতি বছরের এই দিনটি যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করে থাকে কংগ্রেস দল। এবারও তার ব্যতিক্রম নয়। বিগত দিনের মতো বুধবার আগরতলা প্রদেশ কংগ্রেস ভবন প্রাঙ্গণে যথাযোগ্য মর্যাদার সাথে দিনটি উদযাপন করল কংগ্রেস নেতৃত্ব। এদিন সকালে দল ও জাতীয় পতাকা সহ বিভিন্ন সংগঠনের পতাকা উত্তোলন করেন প্রদেশ নেতৃত্ব। পরে উপস্থিত নেতাকর্মীরা গান্ধীজী, জহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ স্বাধীনতা আন্দোলনের অগ্রণী সৈনিকদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। একই সাথে এদিন প্রদেশ কংগ্রেস উদযাপন করলো জনজাতি দিবসও। পরে কংগ্রেস নেতৃত্ব গান্ধী-ঘাটে গিয়ে গান্ধী বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বিধায়ক গোপালচন্দ্র রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী সমীর রঞ্জন বর্মন সহ বিভিন্ন গণসংগঠনের নেতৃত্ব। দিবসটি উদযাপনের তাৎপর্য তুলে ধরে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, ভারত ছাড়ো আন্দোলনের মধ্য দিয়েই ইংরেজরা দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আর তখনই দেশবাসী স্বাধীনতা লাভ করে। বহু লড়াই সংগ্রামের মধ্য দিয়েই ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। আর এই স্বাধীন ভারতবর্ষকে আবার পরাধীনতার দিকে এগিয়ে নিয়ে চলেছে বর্তমান শাসক দল। দেশের মানুষের কথা বলার অধিকার, রাজনৈতিক কর্মকাণ্ডের অধিকার প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে কেন্দ্রের শাসক দল। শুধু তাই নয় দেশের শান্তি সম্প্রীতি এখন নানাভাবে বিঘ্নিত হচ্ছে। এর থেকে উত্তরণের জন্য আবার জাতীয় কংগ্রেস পথে নেমেছে।



