Saturday, January 24, 2026
বাড়িখবররাজ্যমণিপুরে জাতিগত হিংসাত্মক ঘটনা এবং মহিলাদের উপর বর্বরোচিত মানসিক ও শারীরিক অত্যাচারের...

মণিপুরে জাতিগত হিংসাত্মক ঘটনা এবং মহিলাদের উপর বর্বরোচিত মানসিক ও শারীরিক অত্যাচারের প্রতিবাদ জানিয়ে এবার রাস্তায় নামল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস

পার্শ্ববর্তী রাজ্য মনিপুরে গত প্রায় তিন মাস ধরে চলমান জাতিগত হিংসাত্মক ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রায় প্রতিদিনই রাস্তায় নামছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। অবিলম্বে মণিপুরে হিংসাত্মক ঘটনা বন্ধ করে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে রাজ্যেও চলছে প্রতিবাদ মিছিল সভা। মণিপুরে সংঘটিত ঘটনা সমগ্র মাতৃজাতির চরম অপমান এবং মানব সভ্যতার লজ্জা। এমনটাই মনে করে এবার রাস্তায় নামলো ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি। মনিপুরের ঘটনার প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে সেখানে শান্তির পরিবেশ ফিরিয়ে আনার দাবিতে এবং আন্তর্জাতিক জনজাতি দিবস উপলক্ষে বুধবার আগরতলা শহরে মিছিল সংঘটিত করে কংগ্রেস। রাজধানীর মুক্তধারা অডিটোরিয়াম প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমার শেষে কংগ্রেস ভবনের সামনে গিয়ে সমাপ্ত হয়। মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ও কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এছাড়াও এদিনের এই প্রতিবাদ মিছিলে ছিলেন দলের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেত্রী শারিতা লাইফলং। এই কর্মসূচি প্রসঙ্গে এদিন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, মনিপুর একদিকে যখন জ্বলছে তখন প্রধানমন্ত্রী দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত। মনিপুরের দিকে দৃষ্টি দেওয়ার মত সময় নেই প্রধানমন্ত্রীর। তাই মণিপুরে শান্তি ফিরিয়ে আনার দাবিতে রাজপথে এই মিছিলের আয়োজন। এদিন তিনি আরো বলেন কংগ্রেস দল ছাড়া আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়। রাজ্যের জনজাতিরাও এখন তা বুঝতে পারছেন। সত্যিকার অর্থে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়নের দিক দিয়ে জনজাতিদের স্বশক্তিকরন করতে হলে, একমাত্র পথ হলো জাতীয় কংগ্রেসের ছাতার নিচে এসে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংঘটিত করা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

16 + 17 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য