পরকীয়ায় আসক্ত হয়ে এবার নিজের স্ত্রীকে রক্তাক্ত করলেন স্বামী। গুরুতর আহত অবস্থায় স্ত্রী শিউলি সরকার বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বুধবার রাজধানী আগরতলার কের চৌমুহনী এলাকায়। ধারালো টাক্কাল দিয়ে কুপিয়ে স্ত্রীকে গুরুতর আহত করেন স্বামী ঘটনার বিবরনে জানা যায় আজ থেকে চার বছর আগে বড়দোয়ালী এলাকার বাসিন্দ অমিত সাহা ভালোবেসে বিয়ে করেন শিউলি সরকারকে। কিন্তু বিয়ের পর থেকেই গৃহবধূ শিউলি সরকারকে প্রতিনিয়ত শারীরিক এবং মানসিক নির্যাতনের পাশাপাশি মারধোর করতো গৃহবধূর স্বামী অমিত। আজ থেকে কিছুদিন আগে গৃহবধূ শিউলিকে তার স্বামী মারধর করলে এলাকাবাসী ঘটনার প্রতিবাদ জানিয়ে গৃহবধূর স্বামীকে মারধর করে গৃহবধূকে তার বাপের বাড়ির লোকজনদের হাতে তুলে দেয়। তারপর থেকেই গৃহবধূ বাপের বাড়িতে বসবাস শুরু করে। বুধবার নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে যাওয়ার সময় কের চৌমুহনী এলাকায় গৃহবধূকে ধারালো টাক্কাল দিয়ে মাথার মধ্যে বেশ কয়েকটি আঘাত করে স্বামী অমিত। এতেই রক্তাক্ত হন গৃহবধূ শিউলি। পরে স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় গৃহবধূকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়। গৃহবধূর মা জানান অমিতের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হবে। এদিকে ঘটনার পর থেকেই পালিয়ে যায় গৃহবধূর স্বামী অমিত।



