জে আর বি টি’র গ্রুপ সি’র চুরান্ত ফলাফল এবং গ্রুপ ডি’র ইন্টারভিউর প্রক্রিয়া’র কোন খবর নেই। কবে নাগাদ তা প্রকাশ করা হবে এ নিয়ে এখনো কোন তালিকা কিংবা দিনক্ষন প্রকাশ করা হয় নি। জে আর বি টি’র লিখিত পরীক্ষার ফলাফল ঘোষণা হবার পর কর্তিপক্ষ গ্রুপ সি’র ইন্টারভিউ প্রক্রিয়া গ্রহণ করে। কিন্তু গ্রুপ ডি’র এখনো কোন ইন্টারভিউ প্রক্রিয়ার খবর নেই। সেই দিকে লক্ষ রেখে বেকারদের পক্ষ থেকে এক প্রতিনিধি দল বুধবার আগরতলার কর্ম বিনিয়োগ ও জনশক্তি পরিকল্পনা দফতরের অধিকর্তার সাথে এ বিষয়ে আলোচনা করার জন্য আগরতলার শ্রম ভবনে আসে এবং তাদের দাবি সমূহ পেশ করে। প্রসঙ্গত এর আগেও দফতরের অধিকর্তা’র নজরে বিষয়টি নেওয়া হয়েছিল। এমন কি বেকাররা এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিও দৃষ্টি আকর্ষণ করেছিলেন। কিন্তু এখনো এ ব্যাপারে কোন খবর নেই। প্রায় আড়াই বছর অতিক্রম হবার পথে। রাজ্য সরকার এর জন্য জে আর বি টি অর্থাৎ জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড গঠন করলেও এখনো এই বোর্ড জে আর বি টি’র গ্রুপ সি’র চুরান্ত ফলাফল এবং গ্রুপ ডি’র ইন্টারভিউর প্রক্রিয়া’র কোন দিনক্ষনই ঘোষণা করতে পারে নি। অনেকের মতে যত দিন অতিক্রান্ত হচ্ছে জে আর বি টি’র লিখিত পরীক্ষায় পাশ করা বেকারদের মনে হতাশা বেরে চলেছে। অনেকের আবার সরকারি চাকুরির বয়স অতিক্রম হবার পথে। এই অবস্থায় বিধানসভা নির্বাচনের জন্য এর প্রসেসে মাঝে অনেকটা সময় অতিবাহিত হয়। মঙ্গলবার ফের রাজ্যে উপনির্বাচনের দিনক্ষন ঘোষণা হল। লাগু হয়ে যাবে মডেল কোড অব কন্ডাক্ট। আর তা লাগু হয়ে গেলেই আবার অনেকটা সময় অতিবাহিত হবে। এই দিকটি নজরে রেখে বুধবার বেকারদের এক প্রতিনিধি দল দফতরের অধিকর্তার সাথে আলোচনার জন্য আসে এবং তাদের এই বিষয় সমূহ পেশ করে। তাদের দাবি দফতর যাতে মডেল কোড অব কন্ডাক্ট লাগু হবার আগেই গ্রুপ সি’র চুরান্ত তালিকা অর্থাৎ মেরিট লিস্ট এবং গ্রুপ ডি’র ইন্টারভিউর দিনক্ষন ঘোষণা করে। দেখার বিষয় এ ক্ষেত্রে দফতর কি ভুমিকা গ্রহণ করে। সে দিকেই তাকিয়ে এই পরীক্ষায় পাশ করা বেকারদের পাশপাশি বিভিন্ন মহল।



